দুর্দান্ত পিকচার কোয়ালিটির সাথে ভারতে এল Sony Bravia XR-77A80J ও Sony Bravia KD-85X85J স্মার্টটিভি

Sony Bravia টিভি সিরিজের মডেলগুলি দুর্দান্ত মানের পিকচার কোয়ালিটি অফার করার জন্য জনপ্রিয়। আর এই জনপ্রিয়তাকে আরো এক ধাপ বাড়াতে Sony সম্প্রতি ভারতে Bravia XR-77A80J এবং Bravia KD-85X85J মডেল নম্বর যুক্ত দুটি নয়া স্মার্টটিভি লঞ্চ করেছে। স্মার্টটিভি দুটির নামকরণের দেখে বোঝাই যাচ্ছে যে, XR-77A80J টিভিতে ৭৭ ইঞ্চির এবং KD-85X85J মডেলটিতে ৮৫ ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেখা যাবে। এরমধ্যে ৭৭ ইঞ্চির মডেলটি সংস্থার নিজস্ব কগনিটিভ প্রসেসর এক্সআর ইঞ্জিনের সাথে সজ্জিত হয়ে এসেছে। অন্যদিকে, ৮৫ ইঞ্চির স্মার্টটিভিতে 4K এইচডিআর প্রসেসর এক্স১ পিকচার ইঞ্জিন থাকছে। নবাগত দুটি স্মার্টটিভিতেই এইচডিএমআই ২.১ পোর্ট বর্তমান। প্রিমিয়াম সেগমেন্টে আসা Sony Bravia XR-77A80J এবং KD-85X85J স্মার্টটিভির দাম ও বিশেষত্বগুলি বিস্তারে জেনে নেওয়া যাক।

Sony Bravia XR-77A80J স্মার্টটিভির স্পেসিফিকেশন

সনি ব্রাভিয়া সিরিজের এই স্মার্টটিভিতে আছে একটি ৭৭ ইঞ্চির (৩,৮৪০x২,১৬০ পিক্সেল) OLED ডিসপ্লে। এই ডিসপ্লের ভিউয়িং ক্ল্যারিটির মান বাড়াতে টিভি -তে থাকছে, কগনিটিভ প্রসেসর এক্সআর (Cognitive Processor XR) পিকচার ইঞ্জিন। এছাড়া অন্যান্য ডিসপ্লে ফিচার হিসাবে এতে, HLG (Hybrid log–gamma), HDR10, Dolby Vision ফর্ম্যাটের পাশাপাশি XR 4K আপস্কেলিং এবং XR ট্রিলুমিনোস প্রো (Triluminos Pro) কালার এনহ্যান্সমেন্ট টেকনোলজি আছে। অডিওর ক্ষেত্রে এই স্মার্টটিভিতে, ডলবি অ্যাটমস, ডিটিএস (DTS) ডিজিটাল সারাউন্ড, অ্যাকোস্টিক অটো-ক্যালিব্রেশন সাপোর্ট সহ দুটি ২০ ওয়াটের এবং একটি ১০ ওয়াটের অ্যাকোস্টিক সারফেস অডিও প্লাস স্পিকার রয়েছে।

Sony Bravia XR-77A80J স্মার্টটিভিটি অ্যান্ড্রয়েড টিভি ওএস দ্বারা চালিত। আর এতে ১৬ জিবি স্টোরেজ ডিফল্ট রূপে পাওয়া যাবে। সাথে ইউজাররা এতে গুগল প্লে স্টোরের মাধ্যমে একাধিক অ্যাপের অ্যাক্সিস পেয়ে যাবেন। কানেক্টিভিটি অপশনের মধ্যে, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৪.২, বিল্ট-ইন ক্রোমকাস্ট, অ্যাপেল এয়ারপ্লে, চারটি এইচডিএমআই পোর্ট, একটি এইচডিএমআই ২.১ পোর্ট, তিনটি ইউএসবি পোর্ট এবং একটি হেডফোন জ্যাক রয়েছে Bravia XR-77A80J স্মার্টটিভিতে।

Sony Bravia KD-85X85J স্মার্টটিভির স্পেসিফিকেশন

Sony Bravia KD-85X85J স্মার্টটিভিতে, একটি ৮৫ ইঞ্চির 4K (৩,৮৪০x২,১৬০ পিক্সেল) LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। উৎকর্ষমানের ডিসপ্লে ভিউয়িং ক্ল্যারিটি সরবরাহ করতে এটি 4K এইচডিআর প্রসেসর এক্স১ (4K HDR Processor X1) পিকচার ইঞ্জিন সহ এসেছে। সাথে অন্যান্য ডিসপ্লে ফিচারের মধ্যে, 4K এক্স-রিয়ালিটি প্রো ক্লেয়ারিটি এনহেন্সমেন্ট, HDR10, HLG, ডলবি ভিশন এবং মোশনফ্লো এক্সআর ৮০০ টেকনোলজির সাপোর্ট পাওয়া যাবে। আবার, অডিও ফ্রন্টের ক্ষেত্রে, ডলবি অডিও, ডলবি অ্যাটমস, ডিটিএস (DTS) ডিজিটাল সারাউন্ড সাপোর্ট সহ দুটি ১০ ওয়াটের অডিও স্পিকার রয়েছে উক্ত স্মার্টটিভিতে। পূর্ববর্তী টিভির ন্যায় এটির অপারেটিং সিস্টেম, স্টোরেজ ক্যাপাসিটি এবং কানেক্টিভিটি অপশনগুলি অনুরূপ। শুধু এতে তিনটির পরিবর্তে দুটি ইউএসবি পোর্ট পাওয়া যাবে।

Sony Bravia XR-77A80J, Sony Bravia KD-85X85J স্মার্টটিভির দাম ও লভ্যতা

Sony Bravia XR-77A80J OLED স্মার্টটিভির দাম ভারতে ৫,৪৯,৯৯০ টাকা ধার্য করা হয়েছে এবং এটিকে আগামী ২৫শে আগস্ট থেকে কেনা যাবে। অন্যদিকে, Sony Bravia KD-85X85J LED স্মার্টটিভিকে ৪,৯৯,৯৯০ টাকায় লঞ্চ করা হয়েছে।

আগামী ১৬ই অগাস্ট পর্যন্ত সনির রিটেল স্টোর বা www.ShopatSC.com থেকে এই টিভি দুটি প্রি-বুকিং করা যাবে। লঞ্চ অফার হিসেবে যারা প্রি-অর্ডার করবেন তারা নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে ২০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। এছাড়া মিলবে অতিরিক্ত ওয়ারেন্টি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন