বাইরে বেরোলেও গরম থেকে রেহাই! বিক্রি শুরু হলো Sony-র পকেট এসি-র

গরমের হাঁসফাঁসানি থেকে রেহাই পেতে আমরা কত কী-ই না করি। বাড়িতে নাহয় এসি মেশিন বসিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি, কিন্তু বাইরে গেলে?
চিন্তা নেই মুশকিল আসান ‘পকেট এসি।’ শুনতে আশ্চর্যজনক হলেও জনপ্রিয় সংস্থা টেক সংস্থা Sony এটি সত্যি করে দেখিয়েছে। সোনির এই পকেট এসির নাম Reon Pocket। সংস্থাটি গত বছরের গ্রীষ্মেই এটি লঞ্চ করেছিল। তবে সম্প্রতি এর বিক্রি শুরু হল।

এই এসি একটি ছোট ব্যাগ বা ঘাড়ের পিছনে রাখা যেতে পারে। এই এয়ার কন্ডিশনারকে একটি বিশেষ ধরণের ইনার ওয়ারের সাথে পরিধান করা যেতে পারে। আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে সোনির এই এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারেন। এই এসির সাথে যে ইনার ওয়ার দেওয়া হচ্ছে সেগুলো ছোট থেকে বড়ো সমস্ত সাইজের পাওয়া যাবে। ইনার ওয়ারের পিছনে একটি পকেট দেওয়া হবে যেখানে এসি টি বসানো যাবে।

পরিধানযোগ্য এই এয়ার কন্ডিশনারটির আকার অ্যাপল ম্যাজিক মাউসের মতো, যে কেউ এটিকে তালুতে রাখতে পারেন। খুব ছোট হওয়ায় এই এসি সহজেই পকেটে রাখা যাবে। সংস্থাটির দাবি, একবার চার্জে এই পকেট এসি দুই থেকে চার ঘন্টা ব্যাকআপ দিতে পারে। এটি লিথিয়াম-আয়ন ব্যাটারি দ্বারা চালিত। যেটি চার্জ হতে সময় লাগে প্রায় দু ঘন্টা। মজার ব্যাপার এটিকে শীতকালে হিটার হিসাবেও ব্যবহার করা যেতে পারে, যা শরীর গরম রাখবে।

সোনির পরিধানযোগ্য রেওন পকেট এসিটির দাম ভারতীয় মূল্যে প্রায় ৯০০০ টাকা। তবে দুঃখের বিষয় এটি এখন কেবল জাপানেই উপলব্ধ।আগ্রহীরা অ্যামাজন এবং সোনির অনলাইন স্টোর থেকে এটি কিনতে পারবেন।