Sony WH-1000XM5: ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে সোনির নতুন হেডফোন

খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে জাপানি কোম্পানি, Sony-র নেক্সট জেনারেশন প্রিমিয়াম হেডফোন। সম্প্রতি সংস্থার WH-1000XM5 হেডফোনটিকে FCC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। সাথে হেডফোনটির কিছু আকর্ষণীয় তথ্য সামনে এসেছে। এখানে জানিয়ে রাখি , আপকামিং হেডফোনটি জনপ্রিয় Sony WH-1000XM4 হেডফোনের উত্তরসূরী, যা কিছুদিন আগে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছে। এর আগের রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি আরও একটি নতুন প্রিমিয়াম ইয়ারবাডের উপর কাজ করছে, যার নাম Linkbuds WF-L900। তাই অনুমান করা হচ্ছে খুব তাড়াতাড়ি সংস্থাটি ইন-ইয়ার এবং ওভারহেড অডিও প্রডাক্ট দুটি বাজারে আনতে পারে।

এফসিসি সার্টিফিকেশন সাইটে Sony WH-1000XM5 হেডফোনটিকে YY2954 মডেল নম্বরের সাথে দেখা গেছে। এখান থেকে এর কিছু আকর্ষনীয় বৈশিষ্ট উদ্ঘাটিত হয়েছে। চলুন জেনে নেওয়া যাক নতুন Sony WH-1000XM5 হেডফোন সম্পর্কে কি কি তথ্য সামনে এল।

Sony WH-1000XM5 হেডফোনের কালার অপশন

ভারতে সোনি ডব্লুএইচ-১০০০এক্সএম৫ হেডফোনের দাম কত হবে তা জানা না গেলেও সার্টিফিকেশন সাইটের তথ্য অনুযায়ী ব্ল্যাক এবং সিলভার এই দুটি কালার অপশনে ক্রেতাদের কাছে উপলব্ধ হবে হেডফোনটি।

Sony WH-1000XM5 হেডফোনের ফিচার

সোনি ডব্লুএইচ-১০০০এক্সএম৫ হেডফোনটি তার পূর্বসূরীর তুলনায় ডিজাইনগত ভাবে কিছুটা পরিবর্তিত হয়েছে। এর পূর্বসূরী WH-1000XM4 হেডফোনের হেডব্যান্ডে এফসিসি আইসি, মডেল নম্বর এবং আইসি নম্বর বিদ্যমান থাকলেও নতুন এই হেডফোনটিতে সে রকম কিছু থাকবে না।

এছাড়া এফসিসি ডেটাবেসের তথ্য অনুযায়ী YY2954 মডেলের হেডফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৩.৮ ভোল্ট ব্যাটারি। এমনকি এটি ৫ভি/৯ভি চার্জিং সাপোর্ট করবে, যা ইঙ্গিত দেয় হেডফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসছে।

এদিকে The Walkman Blog -এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন Sony WH-1000XM5 হেডফোনটি ইতিমধ্যেই হংকং এবং ভারতে পাঠানো হয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে ভারতীয় বাজারে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে সোনির এই ফ্ল্যাগশিপ হেডফোন।