Sony Xperia 10 III এর কেস সহ ছবি লঞ্চের কয়েকদিন আগেই প্রকাশ্যে

আগামী ১৪ এপ্রিল একটি স্পেশাল লঞ্চ ইভেন্ট Sony নতুন প্রোডাক্টের ওপর থেকে পর্দা সরাবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। জল্পনা চলছে, ওই দিন Xperia সিরিজের তিনটি…

আগামী ১৪ এপ্রিল একটি স্পেশাল লঞ্চ ইভেন্ট Sony নতুন প্রোডাক্টের ওপর থেকে পর্দা সরাবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। জল্পনা চলছে, ওই দিন Xperia সিরিজের তিনটি স্মাটফোন লঞ্চ হতে পারে। উক্ত দিনে সম্ভাব্য লঞ্চ হিসেবে ধরা সনির আপকামিং ফ্ল্যাগশিপ ফোন Xperia 10  III সর্ম্পকে আগে টিপস্টারদের থেকে বিভিন্ন তথ্য আমাদের হাতে এসেছে। তবে এবার লঞ্চের কয়েকদিন আগেই স্মার্টফোন কেস মেকার Olixar, Sony Xperia 10 III এর কেসের পাশাপাশি স্মার্টফোনটির ছবি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করলো।

গত জানুয়ারিতে @OnLeaks এর শেয়ার করা ক্যাড রেন্ডারের সাথে Olixar এর ওয়েবসাইটে প্রকাশিত Xperia 10 III এর হুবহু মিল লক্ষ্য করা যাচ্ছে। রেন্ডার অনুসারে ফোনটির আকৃতি হবে ১৫৪.৪x৬৮.৪x৮.৩ মিমি। ফোনের চারপাশে বেজেলযুক্ত ৬ ইঞ্চি স্ক্রিন থাকবে। ফোনটি দুটি ফ্রন্ট ফেসিং স্পিকার এবং সাউড মাউন্টেড ফিঙ্কারপ্রিন্ট সেন্সর সহ আসবে।

ফটোগ্রাফির জন্য Sony Xperia III হ্যান্ডসেটে ট্রিপল রিয়ার ক্যামেরা দেখা যাবে। ক্যামেরাগুলি হবে ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স + ৮ মেগাপিক্সেল  সুপারওয়াইড সেন্সর। ডিজাইনের নিরিখে পূর্ববর্তী মডেল Xperia 10 II এর তুলনায় Sony Xperia 10 III ভিন্ন হবে।

রিপোর্ট বলছে, Xperia 10 III ছাড়াও সনি ১৪ এপ্রিল Xperia 1 III ও 5 III স্মার্টফোন লঞ্চ করবে। Xperia 1 III  স্মার্টফোনটি ৬.৫ ইঞ্চি 4K OLED ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট, ১২ জিবি র‌্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি পেরিস্কোপ ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। Xperia 5 III ফোনের স্পেসিফিকেশন অবশ্য এখনও অজানা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন