Sony Xperia 10 III নজরকাড়া ফিচার সহ মিড রেঞ্জে লঞ্চ হল

আজ মধ্যাহ্ণে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে ফ্ল্যাগশিপ ফিচারের সাথে আত্মপ্রকাশ করলো Sony-র দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। যার একটি Sony Xperia 1 III ও অপরটি Sony Xperia 5 III । এছাড়াও, মিড-রেঞ্জ স্পেসিফিকেশন সহ Xperia 10 III নামে আরও একটি ফোনের ওপর থেকে সনি পর্দা উঠিয়েছে।‌ Sony Xperia 10 III ফোনটি এক্সপেরিয়া সিরিজের প্রথম মিড-রেঞ্জ ৫জি ফোন হিসেবে বাজারে আসতে চলেছে। সনি এক্সপেরিয়া ১০ থ্রি-র বিশেষ ফিচারের কথা বললে, এতে OLED স্ক্রিন, স্ন্যাপড্রাগন ৬৯০ ৫জি চিপসেট, LDAC ও Hi-Res অডিও সাপোর্ট, ও দুর্দান্ত ক্যামেরা পাওয়া যাবে।

Sony Xperia 10 III : দাম ও লভ্যতা

সনি এক্সপেরিয়া ১০ থ্রি স্মার্টফোনের দাম কোম্পানি ঘোষণা করেনি৷ সনি শুধু জানিয়েছে, এটি “আর্লি সামার”-এ উপলব্ধ হবে।‌ সেক্ষেত্রে এক্সপেরিয়া ১০ থ্রি বাজারে আসতে এখনও কয়েক মাস বাকি। ব্ল্যাক, ব্লু, পিঙ্ক, ও হোয়াইট কালার অপশনে ফোনটি বেছে নেওয়া যাবে।

Sony Xperia 10 III : স্পেসিফিকেশন

সনি এক্সপেরিয়া ১০ থ্রি ৬ ইঞ্চি OLED ডিসপ্লে সহ এসেছে৷ এটি HDR10, ফুল এইচডি+ রেজোলিউশন (১০৮০x২৫২০ পিক্সেল), ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ও ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। এছাড়াও, ডিসপ্লের ওপরে রয়েছে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন। স্ন্যাপড্রাগন ৬৯০ প্রসেসরের পাশাপাশি ফোনে ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। লম্বা ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে৷ এতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

দুর্দান্ত ফটো ক্যাপচারের জন্য ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল এফ/১.৮ অ্যাপারচার সহ ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + এফ/২.২ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা + এফ/২.৪ অ্যাপারচার সহ ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।‌ আবার সেলফির জন্য থাকছে এফ/২.০ অ্যাপারচার ও ৭৮ ডিগ্রি FOV (Field of View) সহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

এছাড়া সনি এক্সপেরিয়া ১০ থ্রি স্মার্টফোন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, IP65/IP68 রেটিং, অ্যান্ড্রয়েড ১১ ওস, এনএফসি, স্টিরিও রেকর্ডিং, কোয়ালকম এপটিএক্স এইচডি অডিও ফিচার সহ এসেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন