বছর দুয়েক আগের Redmi K30S Ultra, Mi 10 Pro ফোনে এল লেটেস্ট সিকিউরিটি আপডেট

একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর সফটওয়্যার সাপোর্টের অভিজ্ঞতা কেবল নতুন নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট আসার উপর নির্ভর করে না, বরং সময়ে সময়ে সিকিউরিটি আপডেট আসাটাও দরকারি মনে হয়। সেদিক থেকে Xiaomi তাদের ইউজারদের খুশি করতে পেরেছে বললে ভুল হবে না। ইতিমধ্যেই সংস্থাটি দুটি ফোনের জন্য জুন মাসের সিকিউরিটি প্যাচ রোল আউট করেছে। আজ্ঞে হ্যাঁ! Mi 10 Pro, Redmi K30S Ultra ফোন দুটি জুন ২০২২ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ পাচ্ছে।

অবাক করার মতো বিষয় হল, এই দুটি মডেল অনেকটাই পুরানো। অর্থাৎ ২ বছর আগে লঞ্চ হয়েছিল। সেক্ষেত্রে, এই ফোন দুটির ব্যবহারকারীরা নতুন আপডেট পেয়ে যে খুশি হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত Mi 10 Pro, Redmi K30S Ultra এর চীনা ভ্যারিয়েন্টের জন্য আপডেট আনা হয়েছে, গ্লোবাল ভ্যারিয়েন্টগুলিতে আপডেট পৌঁছায়নি।

তবে মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই এমআই ১০ প্রো ও রেডমি কে৩০এস আল্ট্রা এর গ্লোবাল মডেলে জুন ২০২২ অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট চলে আসবে। এরফলে ফোনগুলি আরও সুরক্ষিত হবে। যদিও এই আপডেটের ফাইল সাইজ জানা যায়নি।

এই দুই ফোনে আপডেট এসেছে কিনা চেক করার জন্য, ফোনের Settings > About Phone > MIUI Version > Check for Updates অপশনগুলি ফলো করতে হবে। মনে রাখবেন, চলতি বছরের পরে এই ফোনগুলিতে আর কোনো আপডেট নাও আসতে পারে।