Soundcore Life Dot2 ANC ৩৫ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ও নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ লঞ্চ হল

Anker অধীনস্ত অ্যাক্সেসরিজ ব্র্যান্ড Soundcore তাদের ANC সিরিজের নব্যতম সদস্য Life Dot2 ANC ইয়ারবাডটির ওপর থেকে আজ পর্দা সরালো। পূর্বসূরী Liberty Air2 Pro মডেলটির অভাবনীয় সাফল্যের কথা মাথায় রেখেই কোম্পানিটি এই নবাগত ইয়ারসেটটিকে বাজারে এনেছে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, ৩৫ ঘন্টার ‘নন-স্টপ’ প্লেব্যাক টাইম, IPX4 রেটিং ফিচার সহ লঞ্চ হওয়া এই ইয়ারবাডটি হ্যান্ডস-ফ্রি অভিজ্ঞতা প্রদান করবে। আসুন সাউন্ডকোর লাইফ ডট ২ এএনসি এর দাম ও ফিচার জেনে নিই..

Soundcore Life Dot2 ANC ইয়ারবাডের দাম ও প্রাপ্যতা :

সাউন্ডকোর লাইফ ডট ২ এএনসি ইয়ারবাডটির ভারতে দাম রাখা হয়েছে ৩,৪৯৯ টাকা। আজ থেকেই ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart) ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি কেনা যাবে। শীঘ্রই অফলাইন রিটেল স্টোরেও ইয়ারবাডটি পাওয়া যাবে। কোম্পানি এর ওপর ১৮ মাসের ওয়ারেন্টি দিচ্ছে।

Soundcore Life Dot2 ANC ইয়ারবাডের স্পেসিফিকেশন :

Life Dot2 ANC ইয়ারবাডে থাকছে, অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং এবং মাল্টি-মোড নয়েজ ক্যান্সেলেশন ফিচার। এর হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলিং ফিচারটি, ৯০% পারিপার্শ্বিক নয়েজকে ডিটেক্ট করতে সক্ষম। অন্যদিকে, মাল্টি-মোড নয়েজ ক্যান্সেলেশন ফিচারের মধ্যে, ট্রান্সপোর্ট (transport), আউটডোর (outdoor), ইনডোর (indoor) -এর মতো কয়েকটি নির্দিষ্ট মোড অন্তর্ভুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, ট্রান্সপোর্ট মোড লো ফ্রিকোয়েন্সিগুলিকে ব্লক করে এবং ইনডোর মোড মিড-রেঞ্জ সাউন্ড নয়েজকে হ্রাস করে। অন্যদিকে ট্রান্সপারেন্সি (transparency) মোডে থাকছে, ২-লেভেল বিশিষ্ট অ্যামবিয়েন্ট সাউন্ড এনহ্যান্সমেন্ট (ambient sound enhancement) প্রযুক্তি। তদ্ব্যতীত, এই ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডটি, ৬টি বিম-ফর্মিং (beam-forming) মাইক্রোফোন ও নয়েজ ক্যান্সেলিং অ্যালগোরিথাম (noise cancelling algorithm) সহ এসেছে, যা কল করার সময় অন্যান্য আওয়াজকে ব্লক করবে।

এই ইয়ারবাডে থাকা ১১ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার, সাউন্ড ক্লিয়ারিটি ও ট্রিবলের গুণগত মানকে প্রভাবিত না করেই জোরালো মিউজিক এবং ৫০% অধিক ব্যাস অফার করবে। Life Dot2 ANC মডেলটি Anker -এর ফাস্ট চার্জিং টেকনোলজি সহ এসেছে, যা একক চার্জে ৩৫ ঘন্টা অবধি দীর্ঘ প্লেব্যাক টাইম দেবে, বলে দাবি করা হয়েছে। এটি একটি IPX4 সার্টিফাইড ইয়ারবাড হওয়ায়, জল-ঘাম-বৃষ্টির দ্বারা এই ডিভাইসটি ক্ষতিগ্রস্থ হবে না। উপরন্তু, Anker সংস্থাটির দাবি, এই ইয়ারসেটটির স্ট্রাকচারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে, দীর্ঘ সময় ধরে স্বাচ্ছন্দ্যের সাথে ইউজাররা এটিকে ব্যবহার করতে পারেন।

পরিশেষে জানিয়ে রাখি, Life Dot2 ANC ইয়ারবাডটিকে সাউন্ডকোর (Soundcore) অ্যাপের সাথে যুক্ত করে, ২২টি সাউন্ড প্রোফাইল থেকে একটিকে বেছে নেওয়া, নয়েজ ক্যান্সেলিং লেভেল নিয়ন্ত্রণ করা, এমনকি ওয়্যারলেস ইয়ারবাডের টাচ কন্ট্রোল প্যানেলকে ইচ্ছানুসারে কনফিগার করার মতো কাজগুলি করা সম্ভব।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন