5G আসতে না আসতেই দক্ষিণ কোরিয়া 6G এর জন্য আনছে পাইলট প্রোজেক্ট

ভারতে কবে 5G নেটওয়ার্ক পরিষেবা আসবে, সেই নিয়ে বিস্তর জল্পনা চলছে। এখনো অবধি এই বিষয়ে কোনো নির্দিষ্ট সময় তারিখ জানা যায়নি। তবে এরই মধ্যে দক্ষিণ…

ভারতে কবে 5G নেটওয়ার্ক পরিষেবা আসবে, সেই নিয়ে বিস্তর জল্পনা চলছে। এখনো অবধি এই বিষয়ে কোনো নির্দিষ্ট সময় তারিখ জানা যায়নি। তবে এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সরকার ‘পাইলট প্রোজেক্ট’ পরিকল্পনা করছে, যার উদ্দেশ্য ২০২৬ সালের মধ্যে 6G নেটওয়ার্ক ডেভেলপ করা, এবং ২০২৮-৩০ সালের মধ্যে 6G পরিষেবা চালু করা। এই প্রসঙ্গে বলে রাখি, 6G নেটওয়ার্ক, 5G-এর চেয়ে ৫০ গুণ বেশি দ্রুত। এতে প্রতি সেকেন্ডে ১ টিবি স্পিড পাওয়া যাবে।

Business Korea এর রিপোর্ট অনুযায়ী, এই সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চুং সে-কিউন (Chung Se-kyun) একটি বিজ্ঞান ও প্রযুক্তি সভায়, পরবর্তী প্রজন্মের টেলিকমিউনিকেশন ব্যবস্থার ওপর রিসার্চ এবং নেটওয়ার্ক বিকাশের মত বিষয়ে সরকারের স্ট্র্যাটেজি প্রকাশ করেছেন। সেখানে সাধারণ ও উচ্চ মানের পেটেন্টগুলি সুরক্ষিত করা, গবেষণা, উন্নয়ন ইত্যাদি বিষয়ের পাশাপাশি ভবিষ্যত প্রযুক্তির অগ্রিম বিকাশের কথা বলা হয়েছে।

এই প্রকল্পের জন্য দক্ষিণ কোরিয়ার সরকার ২০২১ সাল থেকে পরবর্তী পাঁচ বছরে প্রায় ১৬৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। এই প্রোজেক্টে ৬টি প্রধান ক্ষেত্রে (hyper-performance, hyper-bandwidth, hyper-precision, hyper-space, hyper-intelligence, এবং hyper-trust) ১০টি স্ট্র্যাটেজি মেনে কাজ শুরু হবে।

জানা গিয়েছে, এর জন্য দক্ষিণ কোরিয়ার সরকার মাটি থেকে ১০ কিলোমিটার অবধি উচ্চতায় 6G নেটওয়ার্ক উপলব্ধতার বিষয়ে পরিকল্পনা করছে। সরকার ২০২৬ সালের মধ্যে 6G পাইলট প্রোজেক্ট শুরু করবে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড Samsung, 6G নেটওয়ার্ক বিকাশের জন্য পরিকল্পনা করছে এমন খবর সামনে এসেছিল।