6G-তে বিশ্বকে পথ দেখাবে দক্ষিণ কোরিয়া, প্রযুক্তি বিকাশে ১৯৩ মিলিয়ন ডলার বিনিয়োগ

হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে, 5G পরিষেবা এখনও বিশ্ববাসীর কাছ দিবাস্বপ্ন। আবার বেশিরভাগ দেশে 4G এর কভারেজই ঠিকমতো মেলে না। তবে উন্নত দেশগুলি এখন…

হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলে, 5G পরিষেবা এখনও বিশ্ববাসীর কাছ দিবাস্বপ্ন। আবার বেশিরভাগ দেশে 4G এর কভারেজই ঠিকমতো মেলে না। তবে উন্নত দেশগুলি এখন থেকেই পরবর্তী প্রজন্মের 6G সেলুলার প্রযুক্তি বিকাশের পরিকল্পনা করেছে।

৬ জি টেলিযোগাযোগ ব্যবস্থার মূল প্রযুক্তি বিকাশের জন্য দক্ষিণ কোরিয়া ৫ বছরের একটি প্রকল্পের ঘোষণা করেছে। ২০২৮ সালের মধ্যে ৬ জি মোবাইল টেলিযোগাযোগে বিশ্বে প্রথম বাণিজ্যিকীকরণ অর্জনের লক্ষ্যে সে দেশের সরকার এই প্রকল্পে ২২০ বিলিয়ন ওন বা ১৯৩ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চলেছে।

অনলাইন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে যৌথ উদ্যোগে সিক্স-জি নিয়ে গবেষণা ও সহযোগিতার জন্য দক্ষিণ কোরিয়া চেষ্টার ত্রুটি রাখছে না। গতকাল সরকারপক্ষ, বিশেষজ্ঞ, এবং কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠকে সিক্স-জি প্রযুক্তির বিকাশে বিনিয়োগের ঘোষণা করা হয়।

ওই রিপোর্টে বলা হয়েছে, 6G নেটওয়ার্কের তখনই বাণিজ্যিকীকরণ করা সম্ভব যখন স্থল এবং উপগ্রহের যোগাযোগে একটি হাই পারফরম্যান্স নেটওয়ার্ক একত্রিত করা যাবে। ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনস রিসার্চ ইনস্টিটিউট জানিয়েছে যে, তারা টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্র্যান্ডের ওপর কাজ করছে, যা প্রতি সেকেন্ডে টেরাবাইট ডেটা স্পিড সরবরাহ করে 6G সেলুলার প্রযুক্তির বাস্তবায়ন করতে সাহায্য করবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন