Ducati Panigale V2 Special Edition: কিংবদন্তি রেসারকে উৎসর্গ করে ভারতে সুপারবাইক আনল ডুকাটি

ডুকাটি আজ ভারতে তাদের বিশেষ সংস্করণের মোটরসাইকেল, Panigale V2 Bayliss 1st Championship 20th Anniversary লঞ্চ করল। এত বড় নামের পিছনে রয়েছে একটি গৌরবময় কাহিনী৷ অস্ট্রেলিয়ার…

ডুকাটি আজ ভারতে তাদের বিশেষ সংস্করণের মোটরসাইকেল, Panigale V2 Bayliss 1st Championship 20th Anniversary লঞ্চ করল। এত বড় নামের পিছনে রয়েছে একটি গৌরবময় কাহিনী৷ অস্ট্রেলিয়ার লেজেন্ডারি রেসার ট্রই বেলিস (Troy Bayliss) ডুকাটির বাইকে চেপে জীবনের প্রথম খেতাব জিতেছিলেন। সেই সম্মানপ্রাপ্তিকে শ্রদ্ধা জিনিয়ে দু’দশক পর Panigale V2-এর নতুন সংস্করণ তাঁকে উৎসর্গ করল ডুকাটি৷ Panigale V2 Bayliss 1st Championship 20th Anniversary-এর দাম ২১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে৷

এই স্পেশ্যাল এডিশনে যে পেইন্ট স্কিম দেওয়া হয়েছে, তা বেলিসের রেসিং বাইখ Ducati 996 R-কে মনে করাবে, যার উপর চড়ে তিনি জীবনের প্রথম রেসিং চাম্পিয়নশিপ জিতেছিলেন৷ Panigale V2 সুপারবাইকটিকে বেস হিসেবে ব্যবহার করে তার উপর মেইন কালার হিসেবে রেড ব্যবহার করা হয়েছে৷ আর সবুজ রংটি ইতালির জাতীয় পতাকাকে উৎসর্গ করা হয়েছে৷ ট্রই বেলিসের রেস নম্বর ‘২১’-কেও বাইকটির ফেয়ারিংয়ের দু’পাশে ফুটিয়ে তোলা হয়েছে৷

Panigale V2 Bayliss 1st Championship 20th Anniversary বাইকের ফুয়েল ট্যাঙ্কের উপরে বেলিসের অটোগ্রাফ রয়েছে৷ আবার এক্সটেরিয়র ছাড়াও পারফরম্যান্সের জন্য এতে Ohlins সাসপেশন আছে৷ পাশাপাশি, যুক্ত হয়েছে অ্যাডজাস্টেবল স্টিয়ারিং ড্যাম্পার৷ আবার প্রিমিয়াম হার্ডওয়্যার ব্যবহার করার ফলে বাইকের ওজনও কমেছে৷ Panigale V2-এর চেয়ে প্রায় তিন কেজি হালকা৷

Panigale V2 Bayliss 1st Championship 20th Anniversary এডিশন মোটরসাইকেলের প্রাণ ৯৫৫ সিসি সুপারকুয়াডরো টুইন সিলিন্ডার ইঞ্জিন৷ যা ১০,৭৫০ আরপিএম গতিতে ১৫৫ এইচপি এবং ৯,০০০ আরপিএম গতিতে ১০৪ এনএম টর্ক উৎপন্ন করে৷ ফিচারের তালিকায় আছে Bosch কর্নারিং এবিএস, ইলেকট্রনিক কুইকশিফ্টার, ইঞ্জিন ব্রেকিং, হুইলি কন্ট্রোল, ৪.৩ ইঞ্চি টিএফটি ড্যাশবোর্ড, প্রভৃতি৷