Starlink in India: ভারতে ইন্টারনেট পরিষেবা দিতে সরকারের কাছে আবেদন করল ইলন মাস্কের সংস্থা SpaceX

এবার ভারতে খুব শীঘ্রই স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছেন ইলন মাস্ক (Elon Musk)। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, Tesla ও SpaceX-এর সিইও ইলন মাস্ক তার Starlink ব্র্যান্ডের অধীনে ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য সরকারের কাছে গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন বাই স্যাটেলাইট (GMPCS) পারমিটের আবেদন করেছেন। যদিও পারমিট সরকারের তরফে এখনও মঞ্জুর হয়নি। তবে ইতিমধ্যেই এদেশে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করার নিশ্চিত প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ফলে বলতে দ্বিধা নেই যে, ভারতে নিজের সংস্থা কর্তৃক প্রদত্ত ইন্টারনেট সার্ভিস চালু করতে সম্পূর্ণভাবে প্রস্তুত ইলন মাস্ক। বলে রাখি, ভারতী গ্রুপের ওয়ানওয়েব (OneWeb) এবং রিলায়েন্স জিও (Reliance Jio)-র স্যাটেলাইট ইউনিটের পর Starlink তৃতীয় সংস্থা হিসেবে এই ধরনের পারমিটের জন্য সরকারের কাছে আবেদন করেছে।

বহু জলঘোলার পর অবশেষে হতে পারে সমঝোতা

আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে স্টারলিঙ্কের পরিষেবা দেওয়া নিয়ে বহুদিন ধরেই বেশ জলঘোলা চলছে। উল্লেখ্য যে, গত বছর ভারতে নেট সার্ভিস দেওয়া নিয়ে বেশ উল্লেখযোগ্য তথা ইতিবাচক পদক্ষেপ নিয়েছিল স্টারলিঙ্ক। সংস্থার তরফে জানানো হয়েছিল যে, চলতি বছরেই তারা ভারতে ইন্টারনেট পরিষেবা দেওয়া শুরু করবে। কিন্তু মাঝপথে সরকারের অনুমতি না মেলায় ঘটে যায় চূড়ান্ত বিপত্তি, আর এর ফলে ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা আনতে গিয়ে হোঁচট খান টেসলা ও স্পেসএক্স কোম্পানির সিইও ইলন মাস্ক। তবে এবার সরকারি ছাড়পত্র মিললেই মাস্কের এই বহু পূর্বপরিকল্পিত প্ল্যান অবশেষে বাস্তবায়িত হবে।

DoT-এর কাছ থেকে একাধিক বিষয়ে অনুমোদন চাইতে পারে মাস্কের কোম্পানি

রিপোর্ট অনুযায়ী, ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য স্পেসএক্স সরকারের কাছ থেকে বিধিবদ্ধ অনুমোদন চাইবে বলে জানা গেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, সংস্থাটি স্থানীয় গেটওয়ে স্থাপনের জন্যও টেলিযোগাযোগ বিভাগ বা ডিওটি (DoT)-র কাছ থেকে অনুমোদন চাইতে পারে। তবে স্পেসএক্স ও ডিওটি এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে নিশ্চিতভাবে নিজেদের স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেওয়া যাবে, এই আশা করে Starlink-এর তরফে গত বছর প্রি-বুকিং নেওয়া শুরু করা হলেও মাঝপথে তা বন্ধ করে দেওয়া হয়। কারণ, SpaceX -এর স্যাটেলাইট ব্রডব্যান্ড আর্ম Starlink ভারতে স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা অফার করার জন্য লাইসেন্সপ্রাপ্ত নয়, এমনটাই দাবি করেছিল কেন্দ্রীয় সরকার। এবং সেজন্য কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল যে, প্রি-বুকিংয়ের জন্য সংস্থাটি গ্রাহকদের কাছ থেকে যত টাকা নিয়েছে, সেই সমস্ত টাকা যেন তাদেরকে অতি দ্রুত ফেরত দিয়ে দেওয়া হয়। ফলে এত বিপত্তির মধ্যে ভারতে Starlink-এর পরিষেবা দেওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে যায়। সেক্ষেত্রে এবার সত্যি সত্যিই সরকারের অনুমোদন পেয়ে ভারতে ইলন মাস্কের কোম্পানির এই ইন্টারনেট সার্ভিস উপলব্ধ হবে কি না, তা একমাত্র সময়ই বলতে পারবে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago