এই মাসেই লঞ্চ হবে Oneplus 9 Pro, তার আগেই ফাঁস হল যাবতীয় ফিচার

এই মাসেই লঞ্চ হতে পারে OnePlus 9 সিরিজ। জল্পনা চলছে এই সিরিজে Oneplus 9 Pro, OnePlus 9 ও একটি সস্তা মডেল বাজারে আসবে, যার নাম হতে পারে OnePlus 9E/ OnePlus 9 Lite/ OnePlus 9R। টিপস্টাররা ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলির স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস করছে। জানা গেছে এই সিরিজের একটি ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ও ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকবে। সম্প্রতি এই সিরিজের ওয়ানপ্লাস ৯ প্রো ফোনের একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেখান থেকে এর মুখ্য স্পেসিফিকেশন সামনে এসেছে।

Techmaniacs.gr থেকে শেয়ার করা এই স্ক্রিনশটটি ফোনের ‘অ্যাবাউট’ সেকশন ও ‘ক্যামেরা অ্যাপ’ থেকে নেওয়া হয়েছে। প্রথম ছবি অনুযায়ী, Oneplus 9 Pro ফোনে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। এর রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। আবার এতে ব্যবহার করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। যদিও আমাদের বিশ্বাস এর আরও স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে (১২ জিবি পর্যন্ত র‌্যাম)।

ছবি ক্রেডিট – Techmaniacs.gr

স্ক্রিনশট অনুযায়ী, এই ফোনে স্টোরেজ বাড়ানোর জন্য কোনো বিকল্প থাকবেনা। আবার ওয়ানপ্লাস ৯ প্রো ফোনের পিছনে দেওয়া হবে চারটি ক্যামেরা। এই ক্যামেরাগুলি হবে ৪৮ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। যদিও ফোনটির সেলফি ক্যামেরা সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি। এই ফোনের অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড ১১।

এছাড়াও স্ক্রিনশট থেকে আরও জানা গেছে, OnePlus 9 Pro ফোনের ক্যামেরা ৩০ এফপিএস-এ 8K ভিডিও রেকর্ড করতে পারবে। আবার 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে ১২০ এফপিএস-এ। এছাড়া এই ফোনের ক্যামেরা অ্যাপের সাহায্যে ইউজাররা ফ্রেম রেট, রেজোলিউশন, আসপেক্ট রেশিও পরিবর্তন করতে পারবে।

এর আগে জানা গিয়েছিল ওয়ানপ্লাস ৯ প্রো ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসতে পারে। এই ফোনে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও থাকবে ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন