Solar Eclipse 2021: আজ বছরের শেষ সূর্যগ্রহণ, কখন ও কীভাবে দেখবেন জেনে নিন

Solar Eclipse 2021: আজ অর্থাৎ ৪ ডিসেম্বর, ২০২১ সালের শেষ সূর্যগ্রহণের স্বাক্ষী থাকতে চলেছে সমগ্র বিশ্ববাসী। চলতি বছরের এটি দ্বিতীয় সূর্যগ্রহণ। যদিও এই মহাজাগতিক ঘটনা বিশ্বের সমস্ত জায়গা থেকে দৃশ্যমান হবে না। এমনকি, ভারতবাসীও বঞ্চিত থাকবে এরূপ স্বর্গীয় দৃশ্য প্রতক্ষ করার থেকে। তবে, দক্ষিণ গোলার্ধের বাসিন্দারা আজ সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ উপভোগ করতে পারবেন।

সূর্যগ্রহণ কাকে বলে ? (What is solar eclipse)

বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, চাঁদ যখন আবর্তনক্রমে সূর্য ও পৃথিবীর মাঝে চলে আসে, তখনই আকাশে সূর্যগ্রহণ লাগে। সূর্যের আলোকরশ্মিকে আড়াল করে পৃথিবীর ওপর চাঁদের আংশিক বা পূর্ণ ছায়া পড়ার ফলেই মূলত পৃথিবীতে পূর্ণগ্রাস অথবা আংশিক সূর্যগ্রহণ ঘটে। এই জন্য সূর্যগ্রহনের সময় পৃথিবী কিছুটা অন্ধকারাচ্ছন্ন থাকে। জানিয়ে রাখি, যে ভৌগোলিক স্থানটি চন্দ্রের ছায়ার একেবারে মধ্যভাগে অবস্থান করে, কেবল মাত্র সেই স্থান থেকেই সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা যায়। তবে, আজকের গ্রহণটির ক্ষেত্রে কেবলমাত্র আন্টার্কটিকা থেকেই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা সম্ভব হবে।

সূর্যগ্রহণের সময়কাল : কখন থেকে শুরু হবে ও কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে? (Duration of solar eclipse: When will it start and how long will it last?)

আজ কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ হবে। সেক্ষেত্রে, আংশিক সূর্যগ্রহণ সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে এবং চলবে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত। ১২ টা ৩০ মিনিট থেকে ১ টা ০৩ মিনিটের সময়কালে গ্রহণ তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর, দুপুর ১ টা ১৪ মিনিট নাগাদ লাগবে পূর্ণগ্রাস গ্রহণ, যা শেষ হবে দুপুর ৩ টে ৭ মিনিটে। চলতি বছরের এই অন্তিম সূর্যগ্রহণটি প্রায় ৪ ঘন্টা ৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে।

কোথায় কোথায় সূর্যগ্রহণ দেখা যাবে (Where to watch Solar Eclipse or Chandra Grahan 2021)

বিশ্বের অধিকাংশ দেশের মতোই বছরের শেষ সূর্যগ্রহণের স্বাক্ষী থাকতে পারছে না ভারতও। অ্যান্টার্কটিকা, দক্ষিণ আমেরিকা দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, সেন্ট হেলেনা, দক্ষিণ জর্জিয়া, নিউজিল্যান্ড, অষ্ট্রেলিয়া, স্যান্ডউইচ আইল্যান্ড, ক্রোজেট আইল্যান্ড, চিলি সহ কয়েকটি স্থান থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

অনলাইনে সূর্যগ্রহণ কীভাবে দেখবেন (How to Watch Solar Eclipse 2021 Online)

অঞ্চলভেদে যারা এই গ্রহণ দেখতে পাবেন না, তারা একদম মন খারাপ করবেন না। কারণ, NASA (ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন) প্রত্যেক বারের মতো এবারও এই মহাজাগতিক ঘটনাটি বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটি লাইভ স্ট্রিমিংয়ের আয়োজন করেছে। সেক্ষেত্রে, আজ, ভারতীয় প্রমাণ সময়ের (IST) হিসেবে দুপুর ১২টার থেকে নাসার ইউটিউব চ্যানেল ও নাসা লাইভ (NASA Live) ওয়েবসাইট থেকে সরাসরি দেখানো হবে এই সূর্যগ্রহণ।

প্রসঙ্গত, যেসকল স্থান থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে, সেখানকার অধিবাসীদের চোখের সুরক্ষার্থে গ্রহণ দেখার জন্য তৈরি বিশেষ সানগ্লাস ব্যবহারের পরামর্শ দিচ্ছে বিশ্বের অন্যতম মুখ্য মহাকাশ গবেষণা সংস্থা, নাসা।