জনপ্রিয় Suzuki Burgman Street 125 স্কুটারের দাম পরিবর্তন, জানুন এখন কিনতে কত খরচ হবে

চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন অটোমোবাইল কোম্পানি তাদের বাইক বা স্কুটারের দাম বাড়াচ্ছে। এবার তাদের দলে নাম লেখালো Suzuki ( সুজুকি)। জাপানের সংস্থাটি ভারতে তাদের Burgman Street 125 (বার্গম্যান স্ট্রিট ১২৫) ম্যাক্সি-স্কুটারের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে বাজারে এটিই সুজুকির অত্যন্ত জনপ্রিয় এবং অধিক বিক্রিত স্কুটার। কিন্তু যারা জুলাই মাসে স্কুটারটি কিনতে আগ্ৰহী, তাদের এখন আগের চেয়ে বাড়তি ১,৬০০ টাকা গুনতে হবে। প্রসঙ্গত, বার্গম্যান স্ট্রিট ১২৫ স্কুটারটি স্ট্যান্ডার্ড ও ব্লুটুথ এই দু’টি ভ্যারিয়েন্টে উপলব্ধ। আসুন এই স্কুটারের নতুন দাম জেনে নেওয়া যাক।

Suzuki Burgman Street 125 স্কুটারের নতুন দাম

আগেই বলেছি সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ স্কুটারটি বাজারে দু’টি ভ্যারিয়েন্টে পাওয়া যায়। সেক্ষেত্রে, ১,৬০০ টাকা দাম বৃদ্ধির পর স্ট্যান্ডার্ড ভার্সনটির নতুন দাম হয়েছে ৮৫,৯৭১ টাকা এবং ব্লুটুথ ভার্সনটির দাম হয়েছে ৮৯,৪৭১ টাকা।

এই মূল্য বৃদ্ধির ফলে Burgman Street 125 এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী TVS Ntorq 125 এর সঙ্গে, স্কুটারটির দামের তফাৎ অনেকটা বেড়ে গেল। Street 125 এর ব্লুটুথ ভ্যারিয়েন্টের নতুন দামের চেয়ে TVS স্কুটারটির টপ-এন্ড সুপার স্কোয়াড ভার্সনটি প্রায় ৪,৫০০ টাকা সস্তা। এছাড়াও, বাজারে এর অন্য যে প্রতিদ্বন্দ্বীরা রয়েছে যেমন, Honda Grazia, Hero Maestro Edge 125 এবং Yamaha Ray ZR 125, এই সমস্ত স্কুটারের তুলনাতেও এখন বার্গম্যান স্ট্রিটের দাম বেশী হয়ে গেল।

Suzuki Burgman Street 125 স্কুটারের ইঞ্জিন এবং ফিচার

সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ স্কুটারটিতে একগুচ্ছ চোখধাঁধানো ফিচার রয়েছে, যেমন এলইডি (LED) হেডল্যাম্প, টেইল ল্যাম্প, একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, সিটের নীচে বিশাল স্টোরেজ স্পেস এবং ডুয়াল ফুটরেস্ট প্রভিশন সহ একটি সিজেবেল ফুটবোর্ড। বার্গম্যান স্ট্রিট ১২৫ স্কুটারটিতে রয়েছে ১২৪ সিসির পরিশোধিত ইঞ্জিন, যেটি ৮.৫৮ বিএইচপি (bhp) এবং ১০ এনএম (Nm) শক্তি উৎপন্ন করে। ফুয়েল ক্যাপাসিটির ক্ষেত্রে, এতে আছে একটি ৫.৫ লিটারের ট্যাঙ্ক। স্কুটারটির সামগ্ৰিক ওজন ১১০ কেজি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন