চলতি মাসেই ভারতে আসছে Suzuki Hayabusa-র 2021 ভার্সন

সুজুকি (Suzuki) গত মাসে বলেছিল, নতুন অবতারে (বিএস-৬ ভার্সন) Hayabusa সুপারবাইক খুব শীঘ্রই ভারতে পা রাখবে। সেই মত নির্দিষ্টভাবে তারিখ না জানালেও, সুজুকি এই মাসেই হায়াবুসা সুপারবাইকের বিএস-৬ ভার্সন লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। ঘোষণাটি এসেছে সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে।

প্রসঙ্গত, গত বছর দেশে গাড়ির জন্য নতুন দূষণ বিধি ‘ভারত স্টেজ-৬’ (বিএস-৬) চালু হওয়ার পর হাই-পারফরম্যান্স Suzuku Hayabusa বাইকটির প্রোডাকশন বন্ধ হয়েছিল। তবে বিএস-৬ বিধি কার্যকর হওয়ার আগেই মার্চের মধ্যে সুজুকি এদেশে হায়াবুসার সমস্ত বিএস-৪ মডেল বিক্রি করতে সক্ষম হয়। ফলে ভারতে চলতি বছরে হায়াবুসা যে সুজুকির অন্যতম মূখ্য লঞ্চ হতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। এমনকি, সুজুকির কয়েকটি ডিলারশিপে বাইকটির আনঅফিসিয়াল প্রি-বুকিং চালু হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে।

ফেব্রুয়ারি মাসে সুজুকি হায়াবুসার থার্ড জেনারেশন মডেলের ওপর থেকে পর্দা সরিয়েছিল। প্রধান প্রতিদ্বন্দ্বী কাওয়াসাকি নিনজা এইচ২-কে টেক্কা দেওয়ার জন্য হায়াবুসা-র পারফরম্যান্সে অবশ্য তেমন বড়সড় আপগ্রেড করা হয়নি। পরিবর্তে, স্পোর্টস ট্যুরার বাইকটি ইলেকট্রনিক্স ফিচার ও একগুচ্ছ মেকানিক্যাল আপডেট পেয়েছে। ডিজাইনের প্রসঙ্গে আসলে, 2021 Suzuki Hayabusa মোটরবাইকে ক্ষুদ্রতর আপডেট পরিলক্ষিত হবে। যেমন – ফিউয়েল ট্যাংকে নয়া ডিজাইন, এলইডি হেডল্যাম্প ক্লাস্টার ও টেল ল্যাম্পে সূক্ষ্ম আপডেট। আবার বাইকে এরোডায়নামিক ডিজাইনে গঠিত বডি প্যানেল ও ফেয়ারিং দেখা যাবে। পাশাপাশি, হায়াবুসার নতুন এগজস্ট পাইপ পূর্ববর্তী মডেলের থেকে আরও লম্বা।

পারফরম্যান্সের কথায় আসলে, পূর্বের ন্যায় সুজুকি হায়াবুসা সুপারবাইকটি ১,৩৪০ সিসি-র ইনলাইন ফোর-সিলিন্ডার ইঞ্জিন সহ এসেছে। ইঞ্জিনের সর্বোচ্চ পাওয়ার আউটপুট ১৮৭.৭ এইচপি ও টর্ক ১৫০ এনএম। এছাড়া বাইকটির মূল ফিচারের মধ্যে রাইডিং মোড, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল, পাওয়ার মোড সিলেক্টর, ট্র্যাকশন কন্ট্রোল, বাই-ডিরেকশনাল কুইক শিফট সিস্টেম, ক্রুজ কন্ট্রোল, কর্নারিং এবিএস উল্লেখযোগ্য। তবে বাইকটির অন্যতম মূখ্য আপগ্রেডের প্রসঙ্গে আসলে, নতুন Brembo Stylema ব্রেকিং সিস্টেমের কথা বলতেই হয়।

Suzuki Hayabusa মোটরসাইকেলের বাজারে যেমন শিহরন জাগানো একটি নাম। একইভাবে ভারতেও এটি জনপ্রিয় প্রিমিয়াম বাইক গুলির মধ্যে একটি। আপডেট হওয়া মডেলটির আগের মতোই যে এদেশে চাহিদা তৈরি করবে, তা বলার অপেক্ষা রাখে না।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

7 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

7 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

9 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

9 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

10 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

11 hours ago