Suzuki Access 125 ও Suzuki Burgman Street আকর্ষণীয় রঙ ও কেন্দ্রীয় সরকার নির্দেশিত ফিচার সহ লঞ্চ হল

সুজুকি মোটর কর্পোরেশনের টু-হুইলার শাখা সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া আজ তাদের ১২৫ সিসি স্কুটার, Access 125 ও Burgman Street-এর জন্য নতুন চিত্তকর্ষক কালার অপশনের ঘোষণা করেছে৷ সংস্থাটি Access 125 স্কুটারের স্ট্যান্ডার্ড এডিশন নয়া ‘মেটালিক ডার্ক গ্রিনিশ ব্লু’ এবং ‘মেটালিক ম্যাট ব্ল্যাক’ কালারের সঙ্গে লঞ্চ করেছে৷ আবার Access 125-এর রাইড কানেক্ট এডিশন (ব্লুটুথ) নতুন ‘গ্লোসি গ্রে’ রঙে পাওয়া যাবে বলে সুজুকি জানিয়েছে৷

একইভাবে, সুজুকির ম্যাক্সি-স্কুটার Burgman Street-এর স্ট্যান্ডার্ড মডেল এবং রাইড কানেক্ট এডিশন এখন থেকে ‘গ্লোসি গ্রে’ রঙে উপলব্ধ হবে৷ নতুন রঙ যোগ হলেও, Access 125 ও Burgman Street-এর এগজিস্টিং কালার স্কিমগুলি আগের মতোই বাজারে মিলবে৷ সুজুকির কথায় “মেটালিক ও গ্লোসি রঙ স্কুটারগুলির ইয়ুথফুল ও মর্ডান অ্যাপিলে আলাদা ভ্যালু যোগ করবে৷”

Access 125 ও Burgman Street এখন থেকে সরকার নির্দেশিত সাইড স্ট্যান্ড ইন্ডিকেটরের সঙ্গে আসবে বলে সুজুকির তরফ থেকে জানানো হয়েছে৷ এর ফলে Access 125 ও Burgman Street-এর সাইড স্ট্যান্ড না তুললে ইঞ্জিন চালু হবে না৷ সওয়ারির বাড়তি নিরাপত্তার দিক খেয়াল রাখতেই এই পদক্ষেপ৷ আবার Suzuki Burgman Street-এ ডুয়াল-টোন ফ্লোরবোর্ড এবং সিট দেওয়া হয়েছে৷ এতে এক ধরনের প্রিমিয়াম ও সৌষ্ঠবপূর্ণ অনুভব মিলবে বলেই মত সুজুকির৷

বলাবাহুল্য, এছাড়া সুজুকি অ্যাক্সেস ১২৫ ও বার্গম্যান স্ট্রিট স্কুটারের স্পেসিফিকেশন বা ফিচারগুলির তালিকায় নতুন কিছু যোগ হয়নি৷ স্কুটার দু’টিতে এয়ার-কুল্ড ইঞ্জিন রয়েছে, ৮.৬ বিএইচপি শক্তি ও ১০ এনএম টর্ক উৎপন্ন করে৷ এর সঙ্গে সিভিটি গিয়ারবক্স আছে৷ স্কুটারগুলি দৌড়য় ১২-১০ ইঞ্চি অ্যালয় হুইলে৷ ডিস্ক ব্রেক অপশনাল৷

সুজুকি অ্যাক্সেস ১২৫ ও বার্গম্যান স্ট্রিট স্কুটারের বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম  হল, উন্নত ফুয়েল ইঞ্জেকশন প্রযুক্তি ও সুজুকি ইকো পারফরম্যান্স টেকনোলজির কারিগরি, যা পাওয়ার ডেলিভারি বুস্ট করার পাশাপাশি অপ্টিমাম কম্বাশন এফিশিয়েন্সি নিশ্চিত করে৷ সুপার ব্রাইট এলইডি হেডল্যাম্প ও এলইডি পজিশন লাইট রয়েছে সুজুকি অ্যাক্সেস ১২৫ ও বার্গম্যান স্ট্রিট-এ৷

সুজুকি অ্যাক্সেস ১২৫ ও বার্গম্যান স্ট্রিট এর রাইড কানেক্ট এডিশনে অতিরিক্ত ফিচার হিসেবে ব্লুটুথ সংযোগকারী ডিজিটাল ইনস্ট্রুমেন্ট  ক্লাস্টার রয়েছে৷ ব্লুটুথের মাধ্যমে একবার ফোনের সঙ্গে কানেক্ট করে নিলেই কনসোলে ফুটে উঠবে মিসড কল এলার্ট, টার্ন-বাই-টার্ন-টার্ন নেভিগেশন, এসএমএস, হোয়াটসঅ্যাপ মেজেস এলার্ট, ফোনের ব্যাটারি লেভেল, প্রভৃতি৷ অ্যাক্সেস ১২৫ এর দাম  ৭৬,৮৬২ টাকা ও বার্গম্যান স্ট্রিট-এর দাম ৮৮,৫৬০ টাকা থেকে শুরু (এক্স-শোরুম, কলকাতা)৷