পকেটে ফোন রেখে হাঁটলেই ইনকাম, অর্থ আয়ের নতুন ঠিকানা এখন এই অ্যাপ

শরীর-স্বাস্থ্য ভালো রাখার জন্য ‘ফিটনেস ফ্রিক’ বা যেকোনো সাধারণ মানুষ প্রাথমিক ভাবে জগিং বা হাঁটার উপর অনেকটাই নির্ভরশীল। কিন্তু, হাঁটার দরুন শরীর সুস্থ থাকা ছাড়াও যদি আরও কিছু পান? আজ্ঞে হ্যাঁ! আজ আমরা এমন একটি অ্যাপের প্রসঙ্গে আপনাদের জানাবো, যা ব্যবহার করার মাধ্যমে আপনার শরীর ফিট থাকবে, আবার কায়িকশ্রমের পরিবর্তে অর্থ -ও মিলবে। আমরা কথা বলছি, Sweatcoin অ্যাপের প্রসঙ্গে। এই অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল করে সঙ্গে নিয়ে হাঁটলেই রোজগার সম্ভব। তবে এই অর্থ ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে দেওয়া হবে ব্যবহারকারীকে। আর, বর্তমান সময়ে যে ভাবে ক্রিপ্টোকারেন্সির চলন বাড়ছে, তাতে এই সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করবেন না। প্রসঙ্গত, কিছু সময় পূর্বে সংস্থার এই ঘোষণার পরেই বিশ্বব্যাপী মানুষ Sweatcoin অ্যাপ ইনস্টল করার প্রতি আগ্রহ দেখিয়ে ছিলেন। যার ফলস্বরূপ, মাত্র এক সপ্তাহে ১ কোটি নতুন মানুষ এই অ্যাপটির ব্যবহার শুরু করেছেন, বলে জানা গেছে।

হাঁটার বিনিময়ে বিনামূল্যে ক্রিপ্টোকারেন্সি টোকেন বিলি করে রাতারাতি ব্যাপক গ্রাহকবেস তৈরী করলো Sweatcoin

চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে, সোয়েট (Sweat) টোকেন লঞ্চের কথা জানিয়েছিল লন্ডন-ভিত্তিক প্রযুক্তি সংস্থা সোয়েটকয়েন। একই সাথে, ফোনে সোয়েটকয়েন অ্যাপ ইনস্টল করে সঙ্গে নিয়ে হাঁটলেই এই টোকেন সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীকে দেওয়া হবে বলেও জানানো হয়েছিল। মূলত, “মানুষকে আরও সচল থাকার জন্য উৎসাহিত করার মাধ্যমে, একটি স্বাস্থ্যকর পৃথিবী গড়ে তোলার জন্য অনুপ্রাণিত” করতে এই অ্যাপ নিয়ে আসা হয়েছে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, এযাবৎ ৬৩ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, সম্মিলিতভাবে ২০ ট্রিলিয়ন ধাপ হাঁটার মাধ্যমে অসংখ্য ক্রিপ্টো কয়েন সংগ্রহ করেছে অ্যাপ থেকে। যার দরুন, সোয়েট বর্তমানে বিশ্বে সবচেয়ে বড় ক্রিপ্টো গিভঅ্যাওয়ের প্রতিনিধিত্ব করছে বলে দাবি করছে সোয়েটকয়েন কর্তৃপক্ষ।

এই অ্যাপে প্রতিটি ব্যবহারকারীকে একটি সোয়েট ওয়ালেট দেওয়া হবে, যা ‘ডিসেন্ট্রালাইজড ফিন্যান্স’ বা DeFi ফাংশন সক্রিয় করে ফিস উৎপাদন করবে। সেক্ষেত্রে, সোয়েট কয়েনকে – অন্যান্য ক্রিপ্টো টোকেনে পরিবর্তিত করে ৬০০টিরও বেশি অংশীদার ব্র্যান্ডের থেকে পণ্য ক্রয় করার বা অনুদান দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। এই তালিকায় – Reebok, Sonos এর মতো প্রখ্যাত সংস্থার নাম সামিল রয়েছে। এই বিষয়ে সোয়েটকয়েনের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্টন ডের্লিয়াটকা বলেছেন, “আপনি প্রতি ১,০০০টি পদক্ষেপের জন্য একটি সোয়েটকয়েন অর্জন করবেন, যা Sonos এবং Reebok সহ একাধিক ব্র্যান্ডের থেকে পণ্য এবং পরিষেবা কেনার জন্য বা Sweatcoin for Good -এর মাধ্যমে দানশীল সংস্থাগুলিতে অনুদান হিসাবে দেওয়ার জন্য ব্যবহার করাতে দেবে এই অ্যাপ।”

সোয়েটকয়েনের এই ঘোষণার পরেই ঝড়ের বেগে অ্যাপটি ডাউনলোড হতে শুরু করে। ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে, ১৫০,০০০ জনেরও বেশি মানুষ সোয়েটকয়েনকে তাদের আর্থিক তথা ‘হেলথ পার্টনার’ হিসাবে বেছে নিয়েছিলেন। আর এখন অ্যাপটি ৮ কোটিরও বেশি মানুষের ফোনে বিদ্যমান আছে বলে জানা গেছে।

এক্ষেত্রে, অ্যান্টন ডের্লিয়াটকা মালিকাধীন সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে যে, বিগত এক মাসের মধ্যে ইউজার সংখ্যা ৩৩৫% বৃদ্ধি হয়েছে। আর মাত্র এক সপ্তাহে ১ কোটি নতুন গ্রাহক এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হওয়ার দরুন, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে রেকর্ড গড়েছে সোয়েটকয়েন। সর্বোপরি, লঞ্চের খুব কম সময়ের মধ্যেই বিশ্বের ৮টি দেশের ‘গুগল প্লে স্টোর’ (Google Play Store) -এ জনপ্রিয়তম অ্যাপের তকমা পেয়েছে সোয়েটকয়েন। এছাড়াও, ৩৮টি দেশে ‘হেলথ অ্যান্ড ফিটনেস’ বিভাগের অধীনে সর্বাধিক ডাউনলোডেড অ্যাপ হওয়ার আখ্যা পেয়েছে এই অ্যাপ।

আগ্রহীদের জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে ‘প্লে স্টোর’ এবং আইওএস ডিভাইসের জন্য ‘অ্যাপ স্টোর’ থেকে এই অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে। এই অ্যাপ ডাউনলোডিং সফ্টওয়্যার দুটিতে, এই ফিটনেস অ্যাপ যথাক্রমে ৪.৫ এবং ৪.৬ স্টার রেটিং প্রাপ্ত।

যদিও, সোয়েটকেন প্রথম অ্যাপ নয়, যা হাঁটার বা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার পরিবর্তে ক্রিপ্টো কয়েন দেওয়ার লোভনীয় অফার দিচ্ছে। বিগত কয়েক মাসে, নির্দিষ্ট পরিমান পথ চলার মাধ্যমে রোজগার করার প্রস্তাব দিয়ে একাধিক অ্যাপ লঞ্চ হয়েছে। যার মধ্যে, Stepn ও FITFI অ্যাপগুলি, সোয়েটকয়েনের মতোই হাঁটা-চলা করলে গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি টোকেন দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

11 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago