Electric Car: বৈদ্যুতিক গাড়ির উপর অতিরিক্ত ট্যাক্স চাপানোর পরিকল্পনা করছে এই দেশ

দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোয় উদ্যোগী হচ্ছে বিভিন্ন দেশ। বিকল্প জ্বালানিতে চলা গাড়ির জনপ্রিয়তা বাড়াতে নির্মাতা ও গ্রাহক উভয়কে দেওয়া হচ্ছে নানা ইনসেন্টিভ। তার…

দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোয় উদ্যোগী হচ্ছে বিভিন্ন দেশ। বিকল্প জ্বালানিতে চলা গাড়ির জনপ্রিয়তা বাড়াতে নির্মাতা ও গ্রাহক উভয়কে দেওয়া হচ্ছে নানা ইনসেন্টিভ। তার উপর বিভিন্ন কর ছাড় তো রয়েইছে। কিন্তু এই সব সুযোগ-সুবিধা বুমেরাং হওয়ার আশঙ্কায় সুইজারল্যান্ড প্রশাসন। কর সংগ্রহ কমতে থাকায় চিন্তিত তারা।

গাড়ি মালিকদের কাছ থেকে নেওয়া করের একাংশ নতুন রাস্তা তৈরিতে এবং রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হয়। কিন্তু রাস্তায় ইলেকট্রিক গাড়ির সংখ্যা বাড়তে থাকায় প্রথাগত জ্বালানিতে চলা গাড়ি থেকে প্রত্যক্ষ কর সংগ্রহের পরিমাণ বিপুল হারে কমবে বলে মনে করছে সুইজারল্যান্ড প্রশাসন।

সমস্যা সমাধানে বিদ্যুৎচালিত যানবাহনের কিছু সুযোগ-সুবিধা তুলে দেওয়ার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ বা অন্যান্য বিকল্প জ্বালানিতে চলা দু’চাকা, তিন চাকা, ও চার চাকার উপর নতুন ট্যাক্স চাপানোর কথা ভাবা হচ্ছে। যাতে রাস্তা তৈরি এবং তার মেইনটেন্যান্সের খরচ যোগাতে অর্থাভাব না দেখা যায়। এর জন্য তাদের পরিবহণ দপ্তরকে চলতি বছরের শেষে নতুন প্রস্তাবনা নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছে সে দেশের সরকার।

ভেহিকেল ক্যাটাগরি এবং কিলোমিটার পিছু ড্রাইভিংয়ের উপর ভিত্তি করে নতুন ট্যাক্স নির্ধারণ করা হতে পারে বলে জানা গিয়েছে। তবে তা কার্যকর হতে এখনও বহু বছর বাকি। সূত্রের দাবি, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের জন্য নয়া ট্যাক্স সিস্টেম ২০৩০ সাল থেকে চালু হতে পারে।