পাওয়ারব্যাঙ্ক খোঁজ করছেন! Syska P1037B সস্তায় বাজারে হাজির

গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবার বাজারে একটি নতুন পাওয়ারব্যাঙ্ক চালু করল জনপ্রিয় কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড Syska (সিসকা)। আজ, সংস্থাটি Syska P1037B (সিসকা পি১০৩৭বি) নামের নতুন পাওয়ারব্যাঙ্ক এনেছে যা ভারত সরকারের আত্মনির্ভর কর্মসূচির অন্যতম অংশ হবে। সাশ্রয়ী দামে আসা এই সিসকা পাওয়ারব্যাঙ্ক ১৮০ দিনের ওয়ারেন্টিসহ ১০,০০০ এমএএইচ ক্যাপাসিটি, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ক্রেতারা এতে স্মার্টফোন ছাড়াও একাধিক গ্যাজেট চার্জ করতে পারবেন।

Syska P1037B পাওয়ারব্যাঙ্কের দাম, লভ্যতা

নতুন সিসকা পাওয়ারব্যাঙ্কের দাম রাখা হয়েছে ১,৫৯৯ টাকা। এটি পার্কিয়ার ব্লু, ভাইব্রেন্ট রেড, প্রিস্টিন হোয়াইট এবং এলিগ্যান্ট ব্ল্যাক – চারটি রঙে পাওয়া যায়।

Syska P1037B পাওয়ারব্যাঙ্কের ফিচার

Syska P1037B পাওয়ারব্যাঙ্কের ওজন প্রায় ২১৭ গ্রাম এবং এটি ১০,০০০ এমএএইচ/৩৭ ওয়াট আওয়ার স্টেডি ক্যাপাসিটি সহ এই। তাছাড়া, এটিতে আছে একটি এলইডি ইন্ডিকেটর এবং ফাস্ট চার্জিং সাপোর্ট। হার্ডওয়্যারের কথা বললে, এই পাওয়ারব্যাঙ্কে ৯ স্তরের উন্নত চিপ সুরক্ষা বিদ্যমান যা শর্ট-সার্কিট এবং অন্যান্য ত্রুটি থেকে সুরক্ষা নিশ্চিত করে। উপরন্তু, এটিতে তাপমাত্রা প্রতিরোধ, পিটিসি সুরক্ষামূলক সার্কিট, আউটপুট ওভারকুরেন্ট/ওভারভোল্টেজ প্রোটেকশন ইত্যাদি সুবিধা পাওয়া যাবে।

Syska P1037B পাওয়ারব্যাঙ্ক আইফোন, আইপ্যাড, আইপড, স্মার্টফোন, MP3/MP4, PSP, PDA এবং ব্লুটুথ জাতীয় একাধিক ডিভাইসের সাথে ব্যবহার করা যাবে। এক্ষেত্রে কানেক্টিভিটির জন্য মিলবে দুটি ইনপুট (মাইক্রো ইউএসবি এবং টাইপ সি) পোর্ট এবং দুটি ইউএসবি-এ আউটপুট পোর্ট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন