দাম হবে ৭ হাজার টাকার কাছাকাছি, মোট ৮টি ফোনের ওপর কাজ করছে Nokia

Nokia ফোন নির্মাতা HMD Global একাধিক লো বাজেট ফোনের ওপর কাজ শুরু করলো। সম্প্রতি TA-1306, TA-1308, TA-1309, TA-1312, TA-1314, TA-1318, TA-1320 এবং TA-1335 মডেল নম্বরের মোট ৮টি ফোন ওয়াই-ফাই অ্যালায়েন্স (Wi-Fi Alliance) দ্বারা সার্টিফায়েড হয়েছে। জানিয়ে রাখি এই ফোনগুলি কে কিছুদিন আগে কোরিয়ায় Korea Testing Laboratory সাইটেও অন্তর্ভুক্ত করা হয়েছিল।

নোকিয়ামোবের রিপোর্ট অনুযায়ী, এই ফোনগুলির নাম এখনও না জানা গেলেও, এদের মধ্যে কয়েকটি বিষয়ে মিল আছে। যেগুলি হল, এই আটটি ফোন অ্যান্ড্রয়েড গো সিস্টেমে চলবে। এছাড়াও এদের সাথে থাকবে ৫ ওয়াট চার্জার। এছাড়াও এই ফোনগুলিতে ওয়াই-ফাই বি/জি/এন কানেক্টিভিটি এবং ২.৪ গিগাহার্টজ ওয়াইফাই ফ্রিকোয়েন্সি সাপোর্ট থাকবে।

এছাড়া TA-1306, TA-1308, TA-1309, TA-1312, TA-1314, TA-1318, TA-1320 এবং TA-1335 ফোনগুলির স্পেসিফিকেশন সম্পর্কে আর কোনো তথ্য সামনে আসেনি। তবে এই ফোনগুলির দাম ৭,০০০ টাকার কাছাকছি হতে পারে। কারণ এখানে আমরা প্রিমিয়াম কোনো ফিচার পাবো না। কোম্পানি সেই সব দেশের জন্য এই স্মার্টফোনগুলি আনবে যেখানে ৫,০০০-৬,০০০ টাকার ফোনগুলির চাহিদা আছে।

জানিয়ে রাখি গুগল লো স্পেসিফিকেশনের ফোনগুলির জন্য অ্যান্ড্রয়েড গো প্ল্যাটফর্ম এনেছে। এখানে সমস্ত অ্যাপের লাইট ভার্সন সাপোর্ট করবে। আবার এতে ২ জিবির কম র‌্যাম ও ৮ জিবির কম স্টোরেজ থাকবে। নোকিয়ায় এই ফোনগুলিতেও এই স্পেসিফিকেশন আমরা দেখবো।