৫ মিনিটের চার্জে চলবে ৭৫ মিনিট, Tagg Liberty Buds Pro ইয়ারফোন সস্তায় ভারতে লঞ্চ হল

সাশ্রয়ী মূল্যে ইয়ারবাড সন্ধানকারীদের জন্য ভারতীয় অডিও ডিভাইস প্রস্তুতকারী সংস্থা Tagg নিয়ে আসলো তাদের নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড, যার নাম Tagg Liberty Buds Pro। এতে রয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সলেশন ফিচার। এছাড়া ইয়ারবাডটিতে তিনটি ইনবিল্ট ইকুলাইজার উপলব্ধ। সংস্থার দাবি, একক চার্জে এটিকে ৩০ ঘন্টা একটানা ব্যবহার করা যাবে। চলুন Tagg Liberty Buds Pro ইয়ারবাডের দাম, ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Tagg Liberty Buds Pro ইয়ারবাডের দাম ও লভ্যতা

ভারতে ট্যাগ লিবার্টি বাডস প্রো ইয়ারফোনটি অ্যামাজনে ১,১৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ম্যাট ব্ল্যাক এবং পিয়ানো হোয়াইট এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারবাডটি।

Tagg Liberty Buds Pro ইয়ারবাডের স্পেসিফিকেশন

ট্যাগ লিবার্টি বাডস প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে ফেনোমেনাল কলিং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সলেশন ফিচারসহ কোয়াড মাইক। ধুলো এবং জল থেকে সুরক্ষা দিতে এটি আইপিএক্স ৫ রেটিং বিশিষ্ট। অন্যদিকে, গেমারদের মনোরম গেমিং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম নয়া ইয়ারবাড। এর জন্য এটি ৪৫ এমএস ল্যাটেন্সি টাইম অফার করবে। এতে ব্যাকগ্রাউন্ড ক্যান্সলেশন ফিচার সহ চারটি মাইক উপলব্ধ। ফলে কল চলাকালীন ব্যবহারকারী ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড শ্রবণ করার অভিজ্ঞতা লাভ করবেন । কানেক্টিভিটির জন্য ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ৫.১।

অত্যন্ত হালকা ওজনের লিবার্টি বাডস প্রো ট্রু ওয়্যারলেস ইয়ারবাডে ইন্সট্যান্ট পেয়ারিং ফিচার ছাড়াও রয়েছে তিনটি ইনবিল্ট ইকুলাইজার, যেগুলিতে তিনটি ট্যাপের মাধ্যমে একটি থেকে আরেকটি মোডে পরিবর্তন করা যায়। এই মোডগুলি হল আল্ট্রা লো ল্যাটেন্সি মোড, পাঞ্চি বেসএক্স মোড এবং ব্যালেন্স কোড।

এছাড়া এর টাচ কন্ট্রোলারের মাধ্যমে গান বন্ধ বা চালু, কল রিসিভ / কাট প্রভৃতি ফিচার অ্যাক্সেস করা যাবে। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, কেস সমেত ইয়ারবাডটি ৩০ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লে টাইম অফার করবে। পাশাপাশি একক চার্জে বাডগুলি ৬ ঘন্টা ব্যবহারযোগ্য। উপরন্তু,Tagg Liberty Buds Pro ইয়ারবাডটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসায় টাইপ সি পোর্টের মাধ্যমে এটিকে মাত্র ৫ মিনিট চার্জ দিলে ৭৫ মিনিট প্লে টাইম অফার করতে সক্ষম।