বাজার মাতাতে এ বছর পরপর লঞ্চ হবে টাটা ও মারুতির এই আটটি গাড়ি, তালিকা দেখে নিন

বর্তমানে ভারতের বৃহত্তম ও তৃতীয় বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা হল মারুতি সুজুকি (Maruti Suzuki) ও টাটা (Tata)। গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠান দু’টির ঝুলিতে বিভিন্ন মডেলের গাড়ির পোর্টফোলিও বর্তমান‌। আবার বিদেশী সংস্থার সঙ্গে টক্কর দিতে এবং নিজেদের মধ্যে লড়াইয়ে এগিয়ে থাকতে গাড়ির নতুন নতুন ভ্যারিয়েন্ট লঞ্চের প্রস্তুতি নিচ্ছে টাটা ও মারুতি। ইতিমধ্যেই টাটা তাদের টিয়াগো এবং টিগরের সিএনজি সংস্করণ এবং অ্যালট্রজের ডুয়েল ক্ল্যাচ অটোমেটিক (DCA) ভ্যারিয়েন্ট এনে বাজারে হাজির করেছে। অন্য দিকে, ব্যালেনোর ফেসলিফ্ট এবং ডিজায়ার সিএনজি লঞ্চ করেছে। এছাড়াও, ২০২২-এ একে একে আত্মপ্রকাশ করবে সংস্থাদ্বয়ের আরও অনেক গাড়ি‌। এই প্রতিবেদনে তাদের মধ্যে শীঘ্রই লঞ্চ হতে চলা আটটি সম্ভাব্য মডেল সম্পর্কে আলোচনা রইল।

2022 Maruti Ertiga

১৫ এপ্রিল লঞ্চ হবে 2022 Maruti Ertiga। বুকিং শুরু হয়েছে ১১,০০০ টাকায়। এর ডিজাইনে বেশ কিছু পরিবর্তন এবং ফিচারগুলিতে আপগ্রেড দেখা যাবে‌। সবচেয়ে বড় বদল থাকবে অভ্যন্তরে। নতুন আর্টিজা ১.৫ লিটার K15C ডুয়েলজেট পেট্রল ইঞ্জিনের সাথে আসবে, যার ক্ষমতা ১১৫ বিএসপি।

2022 Maruti XL6

আর্টিগা ফেসলিফ্টের পরে লঞ্চ হতে পারে 2022 Maruti XL6। যদিও লঞ্চ প্রসঙ্গে এখনও সংস্থা কোনও ঘোষণা করেনি। ২১ এপ্রিল গাড়িটির ঝলক দেখাতে পারে মারুতি। তবে Ertiga-র চাইতেও XL6-এর ভেতর ও বাইরে আরো বেশি পরিবর্তন লক্ষ্য করা যাবে। এতেও থাকছে ১.৫ লিটার K15C ডুয়েলজেট পেট্রল ইঞ্জিন। এতে ৬-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের অপশন যোগ করা হতে পারে।

2022 Maruti Brezza

এ বছরের মাঝামাঝিতে বাজারে পা রাখতে পারে 2022 Maruti Brezza। দ্বিতীয় প্রজন্মের এসইউভি গাড়িটির ফিচারের তালিকায় থাকছে একটি ফ্যাক্টরি ফিটেড সানরুফ, একটি ৩৬০ ডিগ্রী ক্যামেরা, কানেক্টেড কার ফিচার, ওয়্যারলেস ফোন চার্জিং এবং হিল হোল্ড অ্যাসিস্ট। K15B ডুয়েলজেট পেট্রল ইঞ্জিনটিই থাকছে Brezza-তে।

Maruti Ignis, S-Presso

ছোট গাড়ির মধ্যে Ignis ও S-Presso লঞ্চ করতে চলেছে মারুতি। গাড়ি দু’টি ১.২ লিটার K12C ডুয়েলজেট পেট্রল ইঞ্জিন দ্বারা পরিচালিত হবে। আরো বেশি পারফরম্যান্স এবং মাইলেজ বাড়াতে নতুন মোটরটি দেওয়া হয়েছে এতে। বহিরঙ্গের কোনো পরিবর্তন ঘটানো হবে না বলেই খবর।

Maruti Baleno CNG

Baleno প্রিমিয়াম হাজব্যান্ড গাড়িটির সিএনজি ভার্সন এ বছরই ভারতের বাজারে হাজির করবে মারুতি সুজুকি। ১.২ লিটার ডুয়েলজেট পেট্রল ইঞ্জিনের সাথে ফ্যাক্টরি ফিটেড সিএনজি কিট থাকছে এতে। পেট্রল ইঞ্জিনটি থেকে ৮৯ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক পাওয়া যাবে। এর রেগুলার পেট্রোল ভার্সনটি থেকে ২২ কিমি/লিটার মাইলেজ পাওয়া গেলেও সিএনজি মডেলটি এক কেজি গ্যাসে ২৫ কিমি পথ চলতে পারবে। স্ট্যান্ডার্ড ভার্সনের চাইতে সিএনজি ভার্সনটি তুলনামূলক কম শক্তি উৎপাদন করবে।

2022 Tata Nexon EV

বাজার চলতি Tata Nexon EV অধিক শক্তিশালী অবতারে এ বছরই লঞ্চ হবে। ৪০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সহ গাড়িটি রেঞ্জ দেবে ৪০০ কিমি। তবে বাস্তবিক রেঞ্জ হতে পারে ৩০০-৩২০ কিমির কাছাকাছি। পার্ক মোড, ভেন্টিলেটেড সিট, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল এবং ক্রুজ কন্ট্রোল ফিচারগুলি মিলবে এতে। তবে বর্তমানের ৩০.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারির মডেলটির উৎপাদন জারি রাখবে টাটা।

2022 Tata Tigor EV

Tigor EV-র নয়া প্রজন্মের মডেলটিও এ বছরই লঞ্চ করবে টাটা। Nexon EV-র মতো এটিও আরও বড় ব্যাটারির অপশনে আসবে। যা থেকে স্বভাবতই আরও বেশি রেঞ্জ পাওয়া যাবে। জিপট্রন ইলেকট্রিক মোটর সহ 2022 Tata Tigor EV এক চার্জে ৩৭৫-৪০০ কিমি পথ অতিক্রম করতে পারবে। নিরাপত্তা বৃদ্ধির জন্য এতে আরও উন্নত সাসপেনশন দেওয়া হতে পারে। বর্তমান বাজার চলতি মডেলটির দাম ১১.৯৯-১৩.১৪ লক্ষ টাকা। তবে নতুন মডেলের মূল্য আরও বেশি হবে বলেই অনুমান করা হচ্ছে।