Tata Motors-এর নতুন রেকর্ড, ১২৫টি পেটেন্ট দাখিল, উদীয়মান প্রযুক্তিতে বিনিয়োগ জারির বার্তা

রেকর্ড গড়ল টাটা মোটরস (Tata Motors)। ২০২১-২২ অর্থবর্ষে সংস্থার তরফে ১২৫টি পেটেন্ট দায়ের করা হয়েছিল‌ যা টাটার ইতিহাসে সর্বাধিক। আজ, শুক্রবার এই কৃতিত্বের বিষয়ে আনুষ্ঠানিক…

রেকর্ড গড়ল টাটা মোটরস (Tata Motors)। ২০২১-২২ অর্থবর্ষে সংস্থার তরফে ১২৫টি পেটেন্ট দায়ের করা হয়েছিল‌ যা টাটার ইতিহাসে সর্বাধিক। আজ, শুক্রবার এই কৃতিত্বের বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে তারা। বর্তমানে যাত্রীগাড়ির বাজারে তৃতীয় বৃহত্তম সংস্থা হলেও, ইলেকট্রিক গাড়ির বাজারে শীর্ষে টাটা। Nexon EV ও Tigor EV-র মতো বিদ্যুৎচালিত মডেলের হাত ধরে তাদের একচেটিয়া আধিপত্য।

টাটা জানিয়েছে, তাদের দাখিল করা পেটেন্টগুলি নতুন পাওয়ারট্রেন প্রযুক্তি, সুরক্ষা, কানেক্টেড ভেহিকেল টেকনোলজির মতো ক্ষেত্রে উদ্ভাবন ও উন্নয়ন সর্ম্পকিত। তবে ১২৬টি পেটেন্টের মধ্যে বিগত অর্থবর্ষে ৫৬টির অনুমোদন লাভ করতে পেরেছে টাটা।

টাটা মোটরস আরও জানিয়েছে, ফিউচার রেডি মোবিলিটি বা ভবিষ্যতের উড়ান ভরতে প্রস্তুত গতিশীলতার জন্য নতুন নতুন প্রযুক্তিতে ক্রমাগত বিনিয়োগ জারি রেখেছে। সংস্থার প্রেসিডেন্ট ও চিফ টেকনোলজি অফিসার রাজেন্দ্র পেটকার বলেন,”অত্যাধুনিক প্রযুক্তি এবং বৈশিষ্ট্যের সাথে আমরা পণ্যের কার্যকারিতা এবং গ্রাহক অভিজ্ঞতায় নতুন মানদন্ড সৃষ্টি করতে সক্ষম হয়েছি।”

প্রসঙ্গত, গত মাসে টাটা মোটরস দু’টি ফিউচারিস্টিক কনসেপ্ট গাড়ি উন্মোচিত করেছে। একটি Tata Curv এবং অপরটি Tata Avinya। পর্দা সরানোর পর বেশ শোরগোল ফেলে দিয়েছিল গাড়িগুলি। কারণ ডিজাইন যেমন দুর্ধর্ষ। তেমনই কোনও দূষণ সৃষ্টি হয় না এতে। চলবে ব্যাটারিতে। ভবিষ্যতে এর উপর নির্ভর করে সর্বসাধারণের বৈদ্যুতিক গাড়ি বাজারে নিয়ে আসবে টাটা।