Tata Motors: বৈদ্যুতিক গাড়ি বিক্রিতেও রেকর্ড গড়ল টাটা, সংস্থার ইতিহাসে এক মাসে সর্বাধিক গাড়ি বিক্রি

প্রায় প্রতি মাসেই বিক্রি লাফিয়ে লাফিয়ে বাড়ছে টাটা মোটরস (Tata Motors)-এর। ফলে মে-কে ধরে বিগত ছয় মাসে এই নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ কোরিয়ার হুন্ডাই (Hyundai)-কে পিছনে ফেলে দেশের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতায় পরিণত হয়েছে তারা। গত মাসে ৪৩,৩৬১টি যাত্রী গাড়ি বেচেছে টাটা। যা এক মাসে তাদের ইতিহাসে সর্বোচ্চ। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রেও একই রেকর্ড।

মে মাসে ৩,৪৫৪ ইউনিট বিদ্যুৎ চালিত গাড়ি বিক্রি করতে সক্ষম হয়েছে তারা। যা এ যাবৎকালে সর্বাধিক। ২০২১-এর একই সময়ের তুলনায় বিক্রিবাটা বেড়েছে চোখ ধাঁধানো ৬২৬ শতাংশ। গত বছরের মে মাসে টাটার মাত্র ৪৭৬টি এই ধরনের পরিবেশবান্ধব গাড়ি বিক্রি হয়েছিল।

প্রসঙ্গত, ২০২২-এর এপ্রিলে ২,৩২২ ইউনিট ইলেকট্রিক গাড়ি বেচেছিল টাটা। ফলে এপ্রিলের তুলনায় মে মাসে বিক্রিতে ৪৮ শতাংশ উত্থান। মডেল অনুযায়ী বিক্রির পরিমাণ এখনও প্রকাশ না হলেও ফের Nexon EV সংস্থার বেস্ট সেলিং মডেল বলেই মনে করা হচ্ছে। এটি আবার দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি।

বর্তমানে টাটা বাজারে তিনটি ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করে – Tigor EV, Nexon EV, ও Nexon EV Max৷ Tigor EV-তে রয়েছে ২৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি। যা একচার্জে ৩০৬ কিলোমিটার চলে। মোটর থেকে ৭৫ বিইএচপি ক্ষমতা এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। দাম ১২ লাখ ৪৯ হাজার টাকা (এক্স-শোরুম)।

Tata Nexon EV-তে ৩০.২ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে। যার রেঞ্জ ৩১২ কিমি৷ এর মোটরের আউটপুট ১২৯ এইচপি ও ২৪৫ এনএম। অন্য দিকে, নেক্সনের নতুন Max ভার্সনে ৪০.৫ কিলোওয়াট ব্যাটারি আছে। যা ৪৩৭ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। তবে বাস্তবে একচার্জে ৩০০ কিলোমিটারের উপরে চলবে গাড়িটি। নেক্সন ইভি ও নেক্সন ইভি ম্যাক্সের দাম যথাক্রমে ১৪.৭৯ লাখ ও ১৭.৭৪ লাখ টাকা (এক্স-শোরুম)।