Tata Nexon: গাড়ির বাজারে আধিপত্য বাড়ছে টাটার, গত মাসে দেশের বেস্ট-সেলিং SUV নেক্সন

ফেব্রুয়ারিতে টু-হুইলারের বাজার মন্দা গেলেও কয়েকটি সংস্থার গাড়ি বিক্রিতে উত্থানের খবর সামনে এসেছে। বরাবরের মত ফেব্রুয়ারিতেও দেশের সর্বাধিক বিক্রিত গাড়িটি হল Maruti Suzuki-র। এমনকি সেই তালিকার প্রথম চারটি মডেলই উক্ত সংস্থার। তবে সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে পঞ্চম স্থানটি নিশ্চিত করেছে Tata Nexon SUV। অন্যদিকে ফেব্রুয়ারি, ২০২২-এ দেশের সবচেয়ে বেশি বিক্রিত এসইউভি মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে এটি। গেল মাসে মোট ১২,২৫৯ টি Nexon বেচতে সক্ষম হয়েছে Tata। তুলনাস্বরূপ, ২০২১-এর ফেব্রুয়ারিতে যার পরিমাণ ছিল ৭,৯২৯ ইউনিট। এর ফলে গত বছরের একই সময়ের তুলনায় বিক্রি বেড়েছে ৫৫ শতাংশ।

আবার টাটা মোটরস (Tata Motors) সম্প্রতি ৩ লক্ষতম নেক্সন (Nexon) তৈরীর একটি নয়া মাইলফলক স্পর্শ করেছে। যেগুলি সংস্থার রঞ্জনগাঁওয়ের কারখানাতে তৈরি হয়। মোট চারটি ভ্যারিয়েন্টের বিকল্পে বেছে নেওয়া যায় টাটা নেক্সন (Tata Nexon) এসইউভি গাড়িটি। এর ফিচার্সের তালিকায় রয়েছে – ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, ইলেকট্রোক্রোমিক আইআরভিএম এবং এয়ার পিউরিফায়ার। সম্প্রতি একটি নতুন রয়্যাল ব্লু-পেইন্ট স্কিমে এসেছে গাড়িটি।

দুটি ইঞ্জিনের বিকল্পে উপলব্ধ Tata Nexon – ১.২ লিটার পেট্রল এবং ১.৫ লিটার ডিজেল। আবার ৬-স্পিড ম্যানুয়াল অথবা অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায় গাড়িটি। আবার নিরাপত্তার জন্য GNCAP-র দ্বারা ৫ তারার মানপত্র পেয়েছে এটি। এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টে সুরক্ষা বিষয়ক ফিচারগুলির মধ্যে উপস্থিত – ডুয়েল ফ্রন্ট এয়ারব্যাগ, ইবিডি সহ এবিএস, ট্রাকশন কন্ট্রোল, ইএসপি, হিল হোল্ড অ্যাসিস্ট , রিভার্স পার্কিং সেন্সর, ডিস্ক ব্রেক, সিট বেল্ট রিমাইন্ডার, হাই স্পিড ওয়ার্নিং সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য।

Tata Nexon-এর বর্তমান বাজার মূল্য ৭.৩৯-১৩.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Nissan Magnite, Renault Kiger, Kia Sonet, Hyundai Venue এবং Maruti Suzuki Vitara Brezza হল Tata Nexon-এর মূল প্রতিদ্বন্দ্বী।