Tata Punch Camo Edition আগামীকাল লঞ্চ হবে, দেশের অন্যতম সুরক্ষিত গাড়ির নয়া মডেলের দাম কেমন হতে পারে

Nexon, Harrier, এবং Safari-র Jet Edition লঞ্চের পর এবার Punch Camo Edition লঞ্চের ঘোষণা করল Tata Motors। সংস্থাটির সবচেয়ে ছোট এসইউভি গাড়ির নয়া এডিশনটি আগামীকাল, ২২ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করবে। Tata Punch Creative Edition এর উপর ভিত্তি করে আসবে এটি। Punch Camo Edition টাটার অন্যান্য স্পেশ্যাল সংস্করণের গাড়ির মতো কসমেটিক ও ফিচার আপডেট পাবে বলে আশা করা যায়। যদিও সংস্থার তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

একটি টিজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে টাটা৷ তাতে স্পষ্ট দেখা না গেলেও, ডার্ক গ্রীন কালারের উপস্থিতি চোখে পড়েছে। যেমনটা পূর্বে Safari Camo Edition এর সঙ্গে দেখা গিয়েছিল। এছাড়া, Punch Camio Edition-এর সামনের ফেন্ডার ও রিয়ার প্রোফাইলে ক্যামো ব্যাজিং থাকবে। এক্সটেরিয়র চেঞ্জকে পূর্ণতা দিতে ওআরভিএম, অ্যালয় হুইল, এবং রুফে গ্লস ব্ল্যাক অ্যাকসেন্ট থাকবে।

বলা বাহুল্য, পরিবর্তনগুলি শুধু কসমেটিক আপডেটেই সীমাবদ্ধ থাকবে৷ মেকানিক্যাল স্পেসিফিকেশনে কোনও পরিবর্তন হবে না। সাধারণ মডেলের মতো Tata Punch Camo Edition চলবে ১.২ লিটার পেট্রল ইঞ্জিনে। যা ৮৪ বিএইচপি ক্ষমতা এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন করবে৷ সাথে ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্যমিশন অপশন উপলব্ধ। গাড়িটির দাম ৯.১০ থেকে ৯.৬০ লক্ষ টাকার (এক্স-শোরুম) মধ্যে রাখা হবে বলে ধারণা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে Tata Punch লঞ্চ হয়েছিল। এটি ভারতে নির্মিত অন্যতম সুরক্ষিত গাড়ি। ক্র্যাশ টেস্ট এজেন্সি গ্লোবাল এনক্যাপ ফাইভ স্টার রেটিং দিয়েছে একে। অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে সাপোর্ট করে এমন ইনফোটেইনমেন্ট সিস্টেম রয়েছে এতে। সাথে হার্মান স্পিকারও উপলব্ধ৷ ৫.৯৩ লক্ষ টাকা থেকে দাম শুরু হয়ে ৯.৪৯ লক্ষ টাকা  (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।