বেশি মাইলেজের জন্য CNG গাড়ি কিনতে চাইছেন? আপনার জন্য রয়েছে 75,000 টাকা ছাড়

পেট্রোল, ডিজেল ও ইলেকট্রিক গাড়ির পরিবর্তে এখন সিএনজি গাড়ির নাম উঠে আসছে। ইদানিং বহু মানুষ গ্যাসে চালিত এই গাড়ি কিনতে আগ্রহ দেখাচ্ছেন। আপনারও যদি এমন ইচ্ছা থেকে থাকে, তবে টাটা মোটরস (Tata Motors) সুখবর এনেছে। Tata Tiago CNG ও Tigor CNG মডেল দুটিতে এই মাসে ৭৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বলে খবর সামনে এসেছে।

অটো পোর্টালগুলির রিপোর্ট অনুযায়ী, বেনিফিটের মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট। আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত অফারের বৈধতা থাকবে। তাই পরিবেশবান্ধব এই গাড়ি কেনার এটিই মোক্ষম সুযোগ বলা যায়। জানিয়ে রাখি, অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী শোরুমে গাড়ি কেনার আগে অফারের প্রসঙ্গে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

সিঙ্গেল সিলিন্ডার ও টুইন সিলিন্ডার ভ্যারিয়েন্টে ডিসকাউন্ট

টিয়াগো ও টিগর সিএনজি মডেল দুটির সিঙ্গেল সিলিন্ডার ভার্সনের প্রতিটিতে সর্বোচ্চ ৬০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে। অন্যদিকে টুইন সিলিন্ডার ভ্যারিয়েন্টে অফার করা হচ্ছে, ৩৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। ফলে এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়েছে গাড়ি দুটি।

Tata Tiago CNG AMT ও Tigor CNG AMT

জানিয়ে রাখি, চলতি সপ্তাহেই ভারতের বাজারে লঞ্চ হয়েছে দেশের প্রথম এএমটি সিএনজি গাড়ি, Tata Tiago ও Tigor। এতদিন পর্যন্ত ভারতীয়রা সিএনজি গাড়ির সাথে কেবলমাত্র ম্যানুয়াল গিয়ার পেতেন। নতুন গাড়ি দুটির দাম যথাক্রমে ৭.৯ লক্ষ ও ৮.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। নতুন প্রযুক্তি গাড়ি দুটির প্রতি আরও বেশি সংখ্যক ক্রেতাকে পরিবেশবান্ধব যানবাহনের প্রতি আকৃষ্ট করবে বলেই মনে করছে টাটা।