TCL 30 SE: মিড-রেঞ্জে তিনটি ক্যামেরা ও 5000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন নিয়ে এল টিসিএল

ফের একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করল টিসিএল। যার নাম TCL 30 SE। হালে বাজারে আসা এই সেগমেন্টের অন্যান্য হ্যান্ডসেটের মতো TCL 30 SE-এর সামনে ওয়াটারড্রপ নচযুক্ত ডিসপ্লে রয়েছে। ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। ডিভাইসটির দাম, সম্পূর্ণ স্পেসিফিকেশন, ও ফিচারগুলির সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

TCL 30 SE স্পেসিফিকেশন ও ফিচার্স

টিসিএল ৩০ এসই ৬.৫২ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে এসেছে, যা এইচডি প্লাস রেজোলিউশন এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টলড করা রয়েছে। টিসিএল ৩০ এসই ৩ জিবি / ৪ জিবি র‍্যাম এবং ৩২ জিবি / ৬৪ জিবি / ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে।

TCL 30 SE-এর সামনে ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা + ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর + ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

টিসিএল ৩০ এসই মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসরের সঙ্গে এসেছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।

TCL 30 SE দাম

টিসিএল ৩০ এসই এর দাম ২১৩ ডলার থেকে শুরু হচ্ছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬,১০০ টাকার সমান। ফোনটি আলিএক্সপ্রেসের মতো ই-কমার্স সাইটের মাধ্যমে বিশ্ববাজারে উপলব্ধ হবে।