ভারতে TCL লঞ্চ করলো নতুন হোম থিয়েটার সাউন্ডবার, দাম ১০ হাজার টাকার কম

ভারতীয় ক্রেতাদের কাছে TCL একটি পরিচিত নাম। ইতিমধ্যেই তারা স্মার্ট টেলিভিশন, থ্রিডি টেলিভিশনের বাজারের একটি অংশ দখল করেছে। এবার তারা ভারতে তাদের সর্বপ্রথম অডিও প্রোডাক্টটি লঞ্চ করে ফেললো। আজ্ঞে হ্যাঁ, মানুষের অডিও অভিজ্ঞতাকে আরো মসৃণ করতে তারা নিয়ে এসেছে ইলেক্ট্রনিক অ্যাপ্লায়েন্সের পরিবারের নবতম সংযোজন TCL TS3015 সাউন্ডবার হোম থিয়েটার।

TCL TS3015 আদতে একটি ওয়্যারলেস সাবউফার। ২.১ চ্যানেল স্পিকার সিস্টেম এবং ১৮০ ওয়াটের অডিও আউটপুট বিশিষ্ট এই সাউন্ডবার তার জোরালো অথচ স্পষ্ট, মসৃণ আওয়াজের জন্য ক্রেতাদের কাছে খুব তাড়াতাড়ি একনম্বর চাহিদা হয়ে উঠবে বলেই TCL এর বিশ্বাস।

TCL এর এই সাউন্ডবারটির একটা বড় বিশেষত্ব বোধহয় ওয়্যারলেসভাবে এটি ব্যবহারের সুবিধা। এতে রয়েছে ৫.০ ব্লুটুথ, যার সর্বোচ্চ সীমা প্রায় ১০ মিটার! ফলে একে অনেকটা দূর থেকেও স্মার্টফোন, ল্যাপটপ বা অন্যবিধ যে কোন গ্যাজেটের সাথে এই কানেক্ট করা যাবে। ব্লুটুথ ছাড়াও এতে অন্যান্য কানেক্টিভিটি বিকল্প রয়েছে, যেমন – HDMI port, AUX line-in বা RCA কানেকশন। TCL তাদের এই প্রোডাক্টের সাথে আরো কিছু সরঞ্জাম সরবরাহ করছে, যার দ্বারা এটিকে আপনি টিভির পাশে ঘরের দেওয়ালেই প্রতিস্থাপিত করতে পারবেন।

এছাড়া সঙ্গীত, খবর শোনা বা সিনেমা দেখার জন্য জন্য এতে রয়েছে আলাদা আলাদা সাউন্ড মোড। ভারতে TCL TS3015 সাউন্ডবার হোম থিয়েটারটি ৮,৯৯৯ টাকার বিনিময়ে কেনা যাবে। এটি Amazon ও Flipkart থেকে পাওয়া যাবে।

উল্লেখ্য, চলতি বছরেই TCL ভারতে একাধিক স্মার্ট টেলিভিশন নিয়ে হাজির হয়েছে। 8K OLED TV এর মধ্যে রয়েছে TCL 75 x 915 টেলিভিশন, যার বাজারমূল্য প্রায় ২,৯৯,০০০ টাকা। অন্যদিকে তারা বিভিন্ন আকৃতির স্ক্রিন সহ 4K OLED TV লঞ্চ করেছে। ৫৫ ইঞ্চি, ৬৫ ইঞ্চি ও ৭৫ ইঞ্চি স্ক্রিনের আকৃতি বিশিষ্ট 4K OLED ডিসপ্লের TCL C815 এর দাম যথাক্রমে ৬৯ হাজার , ৯৯ হাজার এবং ১ লক্ষ ৪৯ হাজার টাকা। 4K OLED ডিসপ্লের আরেকটি ভ্যারিয়েশন TCL C715 এর ৫০ ইঞ্চি, ৫৫ ইঞ্চি ও ৬৫ ইঞ্চির বিকল্পগুলির দাম যথাক্রমে ৪৫,৯৯০ , ৫৫,৯৯০ এবং ৭৯,৯৯০ টাকা।