বাড়ি বসে পরিচিত দোকান থেকে কিনে নিন Tecno স্মার্টফোন, রয়েছে আকর্ষণীয় অফার

বর্তমানে মারণ ভাইরাস করোনার দ্বিতীয় সংক্রমণের কারণে যখন আসমুদ্রহিমাচল বিপর্যস্ত, তখন Tecno তার ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে চালু করল ‘Doorstep Delivery initiative’। এই উদ্যোগের ফলে গ্রাহকরা নিরাপদে বাড়ির ভিতরে থেকে এলাকাভিত্তিক রিটেল স্টোর থেকে স্বাচ্ছন্দ্যে পছন্দসই প্রিয় Tecno স্মার্টফোন কিনতে সক্ষম হবেন। সম্প্রতি সংস্থাটি একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা উল্লেখ করে জানিয়েছে যে, কোভিড-১৯ সংকটের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম ও নির্দেশিকা মেনে সমস্ত অর্ডার সরবরাহ করা হবে এবং গ্রাহকদের কোনও অতিরিক্ত চার্জ দিতে হবে না। খুচরো বিক্রেতারাও (retailer) যাবতীয় সুরক্ষা প্রোটোকল অনুসরণ করে ডেলিভারি করবে।

কীভাবে Tecno-র ডোরস্টেপ ডেলিভারি বুক করবেন

ডোরস্টেপ ডেলিভারি পাওয়ার জন্য:

১. ক্রেতাদের প্রথমে সাইটে যেতে হবে।

২. এরপর তাদের নিজ নিজ অবস্থানের ভিত্তিতে রিটেলারদের তালিকা পেতে পিনকোড এন্টার করতে হবে।

৩. রিটেল স্টোর সিলেক্ট করে হোম ডেলিভারি অর্ডার প্লেস করার জন্য তাদের কল করতে হবে।

ডোরস্টেপ ডেলিভারিটি বর্তমানে Tecno POVA, CAMON 16 ও CAMON 16 Premier, Spark Go 2020, Spark 6 Go এবং SPARK 7 সহ কিছু নির্বাচিত Tecno প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য। সংস্থাটি Spark 6 Go-এর সাথে ৭৯৯ টাকার ব্লুটুথ ইয়ারপিস বিনামূল্যে দেওয়ার কথাও ঘোষণা করেছে। এটি একটি সীমিত সময়ের অফার।

উপরন্তু, সংস্থাটি নির্দিষ্ট কিছু শর্তাবলী সাপেক্ষে কয়েকটি সিলেক্টেড Tecno স্মার্টফোনে একবার স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়্যারেন্টি অফার করছে। গ্রাহকরা Bajaj Finserv, HDB, Home Credit এবং m-swipe-এর মতো যে কোনও ফিনান্সিয়াল সার্ভিস পার্টনারের সাহায্যে নির্বাচিত কিছু Tecno স্মার্টফোনের ওপর নো-কস্ট EMI অফারও পেতে পারেন।

এই উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কোম্পানির সিইও অরিজিৎ তলাপাত্র বলেছেন, ” বর্তমানে কোভিড-১৯-এর বিধ্বংসী দ্বিতীয় সংক্রমণকালীন সময়ে আমাদের সহকর্মী, নেটওয়ার্ক পার্টনার এবং আমাদের অপারেটিং গ্রুপের নিরাপত্তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তার মধ্যেও গ্রাহকদের নিরাপত্তা সুরক্ষার কথা মাথায় রেখে আমরা আমাদের জনপ্রিয় ডোর-স্টেপ ডেলিভারি পুনরায় শুরু করেছি যা গ্রাহকদের কেবল তাদের প্রিয় Tecno ডিভাইস নিরাপদে কিনতে সক্ষম করবে না, এর পাশাপাশি আমাদের রিটেল পার্টনারদের জন্যও একটি ব্যবসায়িক ধারাবাহিকতা নিশ্চিত করবে। আগামী দিনে সারা দেশে আমাদের বিদ্যমান ৯৫০-এরও বেশি সার্ভিস সেন্টার এই পরিষেবাটির সঙ্গে যুক্ত হবে।”

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন