অপেক্ষা শেষ, আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে Tecno Camon 19, Camon 19 Pro 5G, Camon 19 Neo

গত মাসেই গ্লোবাল মার্কেটে টেকনো তাদের ক্যামেরা-কেন্দ্রিক Tecno Camon 19 সিরিজটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। এই লাইনআপের অধীনে Tecno Camon 19, Camon 19 Pro, Camon 19 Pro 5G এবং Camon 19 Neo-এই চারটি মডেল বাজারে আত্মপ্রকাশ করেছে। আর এবার সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, আগামীকাল (১২ জুলাই) ভারতীয় বাজারে এই লাইনআপটি লঞ্চ করা হবে। টেকনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এবং ভারতীয় শাখার ওয়েবসাইটে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট প্রকাশ করে এদেশে নতুন ডিভাইসগুলির আগমন নিশ্চিত করেছে। এছাড়া, ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন (Amazon)-এ লঞ্চের আগেই আসন্ন Tecno Camon 19 সিরিজ ও Camon 19 Neo-এর স্পেসিফিকেশনগুলিকে টিজ করাও হয়েছে। এই সিরিজে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের আরজিবিডব্লিউ (RGBW) প্রাইমারি সেন্সর এবং একটি কোয়াড-এলইডি ফ্ল্যাশ থাকবে। অন্যদিকে Camon 19 Neo-তে একটি এলইডি ফ্ল্যাশ সহ ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট উপস্থিত থাকবে।

Tecno Camon 19 ভারতে আসছে আগামীকালই

টেকনো তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে নিশ্চিত করেছে যে, আগামীকাল অর্থাৎ ১২ জুলাই টেকনো ক্যামন ১৯ স্মার্টফোন সিরিজটি ভারতের বাজারে লঞ্চ করা হবে। টেকনো ইন্ডিয়ার ওয়েবসাইটে এই লাইনআপের একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজও লাইভ হয়েছে। ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন (Amazon) ভারতীয় বাজারে টেকনো ক্যামন ১৯ নিও মডেলের লঞ্চের বিষয়ে ঘোষণা করার জন্য একটি ল্যান্ডিং পেজও তৈরি করেছে। তবে, লঞ্চ ইভেন্টের সময় এবং স্মার্টফোনগুলির ভারতীয় মূল্য সম্পর্কে এখনও কিছু জানায়নি সংস্থা।

টেকনো ক্যামন ১৯ সিরিজের সম্ভাব্য দাম (Tecno Camon 19 Series Expected Price)

গত মাসে বাংলাদেশের বাজারে টেকনো ক্যামন ১৯ নিও-এর একমাত্র ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটি ১৮,৪৯০ টাকা (প্রায় ১৫,৫০০ টাকা) দামে লঞ্চ করা হয়। আবার গ্লোবাল মার্কেটে টেকনো ক্যামন ১৯ প্রো ফোনের একক ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য রাখা হয়েছে ২৮০ ডলার (প্রায় ২১,৮৫০ টাকা), যেখানে ৮ জিবি র‍্যাম + ২৫৬ স্টোরেজ সহ ক্যামন ১৯ প্রো ৫জি-এর দাম ৩২০ ডলার (প্রায় ২৫,০০০ টাকা)। তবে, টেকনো ক্যামন ১৯ স্ট্যান্ডার্ড মডেলটির দাম এখনও ঘোষণা করা হয়নি, যদিও ফোনটি গত মাসে অন্যান্য মডেলগুলির সাথেই উন্মোচিত হয়েছিল।

টেকনো ক্যামন ১৯ সিরিজের স্পেসিফিকেশন (Tecno Camon 19 Specifications)

Tecno Camon 19 এবং Tecno Camon 19 Neo-এর ভারতীয় সংস্করণগুলিতে গ্লোবাল ভ্যারিয়েন্টগুলির মতো একই রকম স্পেসিফিকেশন থাকবে বলে মনে করা হচ্ছে৷ Camon 19-এ ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪৬০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা চালিত, এতে ৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিনে রান করে। ফটোগ্রাফির জন্য, ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অবস্থান করছে, যাতে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ একটি কাস্টম-ডিজাইন করা ৬৪ মেগাপিক্সেলের আরজিবিডব্লিউ (RGBW) প্রাইমারি সেন্সর উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 19 ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অন্যদিকে, Tecno Camon 19 Neo ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪৬০ পিক্সেল) ডিসপ্লে সহ এসেছে। এই ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। টেকনো হ্যান্ডসেটটি মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর চিপসেট দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে। এটিও অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলে। ক্যামেরা ক্ষেত্রে, Camon 19 Neo-তে কোয়াড ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর অবস্থিত। সেলফির জন্য, স্মার্টফোনটির সামনে ডুয়েল ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের সেন্সর রয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 19 Neo ফোনে ১৮ ওয়াট ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।