অপেক্ষা আর মাত্র কয়েকদিনের, Tecno Camon 19, Camon 19 Neo ও Tecno Spark 9 শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে

স্মার্টফোন প্রস্তুতকারক ট্রান্সশন হোল্ডিংসের অধীনস্থ ব্র্যান্ড টেকনো দুর্দান্ত ক্যামেরা সেটআপ সহ Camon 19 সিরিজের অধীনে Tecno Camon 19 এবং Camon 19 Neo মডেল দুটি গত মাসে উন্মোচন করে। এখন সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে যে, ভারতের বাজারে Camon সিরিজের এই নতুন ডিভাইসগুলি খুব শীঘ্রই লঞ্চ করা হবে। আবার Tecno Camon 19 এবং Camon 19 Neo-এর পাশাপাশি, সংস্থাটি এদেশে Tecno Spark 9 ফোনটি লঞ্চের জন্যও টিজার প্রকাশ করেছে। এই হ্যান্ডসেটটি Spark সিরিজের একটি নতুন বাজেট মডেল হতে পারে, যা গত বছর লঞ্চ হওয়া Tecno Spark 8 সিরিজের উত্তরসূরি হিসেবে বাজারে আসবে।

Tecno শীঘ্রই ভারতের বাজারে আনতে চলেছে তাদের Camon ও Spark সিরিজের একাধিক স্মার্টফোন

টেকনো ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে উপলব্ধ একটি ডেডিকেটেড ওয়েবপেজের মাধ্যমে সংস্থাটি এদেশে টেকনো ক্যামন ১৯ সিরিজের লঞ্চের বিষয়ে টিজ করছে। ভারতীয় বাজারে টেকনো ক্যামন ১৯ নিও এর লঞ্চ সম্পর্কে জানতে ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon)-এও একটি ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে।

জানিয়ে রাখি, টেকনো ক্যামন ১৯ নিও গত মাসে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছিল, যার ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৮,৪৯০ বাংলাদেশী টাকা (প্রায় ১৫,৭০০ টাকা)। তবে, ভারতে এর দাম এখনও প্রকাশ্যে আসেনি এবং ক্যামন ১৯ স্ট্যান্ডার্ড মডেলটির মূল্যও এখনও ঘোষণা করা হয়নি।

এদিকে টেকনো ক্যামন ১৯-এর পাশাপাশি, কোম্পানি ভারতে টেকনো স্পার্ক ৯ মডেলটি লঞ্চ করতে চলেছে বলে জানা গেছে। লঞ্চের জন্য টেকনো টুইটারে একটি টিজারও শেয়ার করেছে। টেকনো স্পার্ক ৯ হ্যান্ডসেটটি ১০,০০০ টাকারও কম মূল্যে পাওয়া যাবে বলে মনে হচ্ছে।

টেকনো ক্যামন ১৯-এর স্পেসিফিকেশন (Tecno Camon 19 Specifications)

টেকনো ক্যামন ১৯ ফোনে ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ (১,০৮০x২,৪০০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। ফোনটি ৪জিবি/৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস ৮.৬ (HiOS 8.6) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Tecno Camon 19-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে কোয়াড-এলইডি ফ্ল্যাশ সহ একটি কাস্টম-ডিজাইন করা ৬৪ মেগাপিক্সেলের আরজিবিডব্লিউ (RGBW) প্রাইমারি সেন্সর উপস্থিত থাকবে। আর সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Tecno Camon 19 ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, এই টেকনো ফোনটি ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস, এনএফসি, এবং ইউএসবি টাইপ-সি পোর্ট সহ বিভিন্ন কানেক্টিভিটি অপশনগুলির সাথে আসবে৷

টেকনো ক্যামন ১৯ নিও-এর স্পেসিফিকেশন (Tecno Camon 19 Neo Specifications)

Tecno Camon 19 Neo-তে অনেকটা Camon 19-এর মতোই স্পেসিফিকেশন রয়েছে। এতেও ৬.৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৮৫ চিপসেট এবং ১৮ ওয়াট চার্জিং সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। তবে, Camon 19 Neo-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উপস্থিত।

টেকনো স্পার্ক ৯-এর স্পেসিফিকেশন (Tecno Spark 9 Specifications)

একটি টুইট পোস্টে Tecno Spark 9-এর স্পেসিফিকেশনগুলি উল্লেখ করা হয়েছে। স্মার্টফোনটি ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬ ইঞ্চির এইচডি+ ডিসপ্লের সাথে আসবে। এটি মিডিয়াটেক হেলিও জি৩৭ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে, যার সঙ্গে পাওয়া যাবে ৬ জিবি র‍্যাম। তবে ফোনটির অতিরিক্ত ইন-বিল্ট স্টোরেজ ব্যবহার করে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‌্যাম সম্প্রসারণ করাও সম্ভব হবে। এটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে।

Tecno Spark 9 ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। এছাড়াও, এতে একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, এই টেকনো ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।