50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরার সঙ্গে চলে এল Tecno Camon 30S Pro স্মার্টফোন

ডিজাইন ও ফিচার্সের কারণে টেকনো ক্যামন ৩০ সিরিজের বেশ নামডাক রয়েছে। এই লাইনআপে ক্যামন ৩০ ৪জি, ক্যামন ৩০ ৫জি, ক্যামন ৩০ প্রিমিয়ার, এবং ক্যামন ৩০…

Tecno-Camon-30S-Pro-Smartphone-Unveiled-Globally

ডিজাইন ও ফিচার্সের কারণে টেকনো ক্যামন ৩০ সিরিজের বেশ নামডাক রয়েছে। এই লাইনআপে ক্যামন ৩০ ৪জি, ক্যামন ৩০ ৫জি, ক্যামন ৩০ প্রিমিয়ার, এবং ক্যামন ৩০ প্রো নামে চারটি মডেল ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার পঞ্চম মডেল হিসাবে চুপিচুপি টেকনো ক্যামন ৩০এস প্রো নামে একটি নতুন স্মার্টফোন হাজির হল। সংস্থার ওয়েবসাইটে ফোনটির লিস্টিং থেকে নানা আকর্ষণীয় স্পেসিফিকেশন ও ফিচার্স প্রকাশ পেয়েছে।

টেকনো ক্যামন ৩০এস প্রো স্পেসিফিকেশন

টেকনোর এই ফোনে ৬.৭৮ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ও ১,৩০০ নিটস পিক ব্রাইটনেস অফার করে। ডিসপ্লেটি অ্যাকুয়া টাচ টেকনোলজি সাপোর্ট করে। ফলে ভেজা হাতেও টাচ রেসপন্স পাওয়া যাবে। ফোনটির প্রোফাইল বেশ স্লিম ও পিছনে গোল ক্যামেলা সেটআপ আছে। অডিওর জন্য ডুয়াল স্পিকার সহ ডলবি এটমোস স্পিকার বর্তমান।

অবাক করার মতো বিষয় হল, টেকনো ক্যামন ৩০এস প্রো’তে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর রয়েছে, যা এখনও রিলিজ হয়নি। এটি ৮ জিবি ফিজিক্যাল র‍্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ৫,০০০ এনএএইচ ব্যাটারি ফোনটিকে শক্তি জোগায়, যা ৪৫ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এটি ইন্টারস্টেলার গ্রে, পার্ল গোল্ড, ও সিলভার গ্রীন কালার অপশনে উপলব্ধ।

ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ৫০ মেগাপিক্সেল ওআইএস সনি আইএমএক্স৮৯৬ মেইন সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। লিস্টিং অনুযায়ী, একটি তৃতীয় সেন্সরও রয়েছে, তবে এর সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ফ্রন্টে, একটি ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। এটি এআই ইরেজার, এআইজিসি পোট্রেট মোড সহ নানা ফিচার্স অফার করবে। উল্লেখ্য, টেকনো ক্যামন ৩০এস প্রো’র দাম এখনও ঘোষণা হয়নি।