Kia EV9: কল্পনার সঙ্গে বাস্তবের এতটা মিল! এই ইলেকট্রিক গাড়ির প্রেমে পড়তে আপনি বাধ্য

EV6-এর পর আরও এক বৈদ্যুতিক গাড়ি নিয়ে মশগুল হয়ে রয়েছে দক্ষিণ কোরিয়ার সংস্থা কিয়া (Kia)। যার নাম – Kia EV9। বর্তমানে যা নিয়ে জল্পনা তুঙ্গে। অটো-এক্সপো ২০২৩-এ গাড়িটি ভারতে দেখিয়েছিল কিয়া। স্লিক ডিজাইন এবং বিশ্বমানের ফিচার থাকার কারণে এসইউভিপ্রেমীদের রাতের ঘুম কেড়েছে এটি। তবে এবারে আন্তর্জাতিক বাজারে ইলেকট্রিক মডেলটির আত্মপ্রকাশের আগেই এর ছবি অনলাইনে ফাঁস হল। যা শিল্প বিশেষজ্ঞ এবং সম্ভাব্য ক্রেতাদের মধ্যে ব্যাপক গুঞ্জন তৈরি করেছে। আসুন Kia EV9 সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Kia EV9 ডিজাইন

Kia EV9-এ আছে তীক্ষ্ণ ডিজাইন। স্টাইল এর দিক থেকে এটি সংস্থার Ioniq রেঞ্জ থেকে অনুপ্রাণিত। ফাঁস হওয়া ছবিতে দেখা গিয়েছে, কনসেপ্ট মডেলের সঙ্গে প্রোডাকশন ভার্সনেয ডিজাইনগত দিক থেকে যথেষ্ট মিল রয়েছে। এটি লম্বায় ৫ মিটার, চওড়ায় ২ মিটার, উচ্চতায় ১.৭ মিটার এবং হুইলবেস ৩ মিটার হবে বলে আশা করা হচ্ছে।

আর কী কী থাকবে

গাড়িটির বক্সি ডিজাইন যা কনসেপ্ট মডেলেও দেখা গিয়েছিল। ফিউচারিস্টিক লুকের অ্যালয় হুইল দেওয়া হয়েছে। লোয়ার ট্রিমের ক্ষেত্রে যা ২০ ইঞ্চি এবং হায়ার ট্রিমে ২১ ইঞ্চি দেওয়া হতে পারে। ঝলক দেখানোর সময় কিয়া দুই ধরনের হুইলই দেখিয়েছিল। এদিকে লোয়ার ট্রিমে সানরুফের দেখা মিলবে না বলেই অনুমান করা হচ্ছে। এটি কেবলমাত্র হায়ার-স্পেক ট্রিমে দেওয়া হতে পারে। সামনে সিঙ্গেল পেন সানরুফ, দ্বিতীয় ও তৃতীয় সারিতে বৃহত্তর ইউনিটটি থাকবে।

আকার আকৃতি দেখে অনুমান করা হচ্ছে Kia EV9 একটি দানবাকৃতি এসইউভি (SUV)। ২+২+২ লেআউটের তিনটি সারি বর্তমান। ই-জিএমপি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসা গাড়িটিতে এগিয়ে চলার শক্তি জোগাতে থাকছে একটি ৭৭.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ফুল চার্জে যা থেকে ৫০০ কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে গাড়িটি দক্ষিণ কোরিয়া, উত্তর আমেরিকা এবং চীনের বাজারে হাজির করা হতে পারে। তবে পরবর্তীতে ইউরোপ ও ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশে লঞ্চ হতে পারে।