Tecno Pova Neo 2 বাজেটের মধ্যে 700mAh ব্যাটারি ও ডুয়েল রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হল

কয়েকদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে Tecno Pova Neo 5G। আর আজ সংস্থাটি Tecno Pova Neo 2 নিয়ে হাজির হল। এটি ২০২০ সালে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর সহ আসা Tecno Pova ফোনের উত্তরসূরী। নতুন এই Pova ফোনে পাওয়া যাবে হেলিও জি৮৫ প্রসেসর ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া Tecno Pova Neo 2 ডুয়েল রিয়ার ক্যামেরা ও ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ এসেছে। আসুন ফোনটির দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

টেকনো পোভা নিও ২ দাম – Tecno Pova Neo 2 Price

আপাতত রাশিয়ায় লঞ্চ হওয়া টেকনো পোভা নিও ২ ফোনের দাম শুরু হয়েছে ১১,৯০০ রুবেল থেকে, যা ১৬,৭০০ টাকার সমান। ফোনটি ৪/৬ জিবি র‌্যাম ও ৬৪/১২৮ জিবি স্টোরেজ সহ এসেছে। এটি ইউরানোলাইট গ্রে, ভার্চুয়াল ব্লু এবং অরেঞ্জ ম্যাগমা কালারে এসেছে। রাশিয়ার বাইরে টেকনো পোভা নিও ২ কবে আসবে তা এখনও জানা যায়নি।

টেকনো পোভা নিও ২ স্পেসিফিকেশন ও ফিচার- Tecno Pova Neo 2 Specifications and Features

টেকনো পোভা নিও ২ ফোনে আছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১,৬৪০ পিক্সেল) আইপিএস এলসিডি, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ২০.৫: ৯ এসপেক্ট রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। ফোনটি ৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে টেকনো পোভা নিও ২ ফোনের স্টোরেজ আরও বাড়ানো যাবে। এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Tecno Pova Neo 2 ফোনে কোয়াড এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Tecno Pova Neo 2 ফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ডুয়েল সিম, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট।