চার্জার ছাড়াই ফোন ব্যবহার করুন যত খুশি, Tecno Pova Neo বাজারে এল 6000mah ব্যাটারির সঙ্গে

চমৎকার ডিজাইন, পাওয়ারফুল ৬০০০ এমএএইচ ব্যাটারি, এবং MediaTek প্রসেসর সহযোগে একটি ব্র্যান্ড নিউ মডেল আনল চীনা প্রতিষ্ঠান Tecno। নতুন লঞ্চ হওয়া সেই স্মার্টফোনটির নাম Tecno Pova Neo। ডিভাইসটির দাম ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,৩৯১ টাকা। বেছে নেওয়া যাবে তিনটি রঙের বিকল্পে – গিক ব্লু, ওবসিডিয়ান ব্ল্যাক, এবং পাওয়ারহাই। অনলাইন ও অফলাইন, দু’ভাবেই মিলবে এই স্মার্টফোন। Tecno  Pova Neo-এর মেজর হাইলাইটগুলি জেনে নেওয়া গেল। এবার এর বাকি স্পেসিফিকেশন ও ফিচারগুলির উপর চোখ বোলানো যাক।

টেকনো পোভা নিও স্পেসিফিকেশনস ও ফিচার (Tecno Pova Neo Specifications and features)

টেকনো পোভা নিও এর ডিসপ্লের দৈর্ঘ্য ৬.৮২ ইঞ্চি। এটি এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন ও ১২০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করবে। ফোনের অভ্যন্তরে মিডিয়াটেকের ১.৮ গিগাহার্টজ ক্লকস্পিডের একটি অজানা প্রসেসর দেওয়া হয়েছে। সঙ্গে পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ।

পাওয়ার ব্যাকআপের জন্য টেকনো পোভা নিও ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি রাখা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটাই ফোনটির মেজর হাইলাইট। ফটোগ্রাফির জন্য টেকনো পোভা নিও এর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও রিয়ার প্যানেলে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, এবং একটি সেকেন্ডারি ক্যামেরা রয়েছে।

এছাড়া, Tecno Pova Neo অ্যান্ড্রয়েড ১১ ওএসে রান করে৷ সিকিউরিটির জন্য আছে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেশিয়াল রিকগনিশনের ব্যবস্থা।

টেকনো পোভা নিও দাম ও লভ্যতা (Tecno Pova Neo Price and Availability)

নাইজেরিয়ায় টেকনো পোভা নিও-র দাম ৭২,৫০০ নাইজেরিয়ান নায়রা, যা টাকার অঙ্কে প্রায় ১৩,৩৯১। এই  ফোন অন্যান্য দেশে লঞ্চ করা হবে কিনা, তা জানা যায়নি।