Tecno Pova Neo ভারতে 11GB র‌্যাম সহ পাওয়া যাবে, দাম মাত্র 12999 টাকা

Tecno Pova Neo আগামী ২০ জানুয়ারি ভারতে লঞ্চ হবে বলে কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। তবে তার আগেই ফোনটি অফলাইন মার্কেটে বিক্রির জন্য উপলব্ধ হল। রিপোর্ট অনুযায়ী, ফোনটি ভারতে ১৩ হাজার টাকায় পাওয়া যাবে। Tecno Pova Neo ফোনে আছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। উল্লেখ্য, ফোনটি আগেই নাইজেরিয়ায় লঞ্চ হয়েছিল।

Tecno Pova Neo ভারতে ১২৯৯৯ টাকায় পাওয়া যাবে

মুম্বাইয়ের মহেশ টেলিকম জানিয়েছে ভারতে টেকনো পোভা নিও -এর বিক্রি শুরু হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এছাড়া এই ফোনে অতিরিক্ত ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে। পোস্টারে টেকনো পোভা নিও কে ব্ল্যাক ও ব্লু কালারে দেখা গেছে।

Tecno Pova Neo এর স্পেসিফিকেশন

নাইজেরিয়ায় লঞ্চ হওয়ার সুবাদে Tecno Pova Neo -এর স্পেসিফিকেশন আমাদের জানা। এই ফোনে আছে মিডিয়াটেক হেলিও জি২৫ চিপসেট এবং ফোনটি রান করে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এইচআইওএস ৭.৬ (HiOS 7.6) কাস্টম স্কিনে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যাবে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি।

Tecno Pova Neo ফোনের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির এইচডি+ (১৬৪০ x ৭২০ পিক্সেল) এলসিডি নচ ডিসপ্লে দেখা যাবে। আবার ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে বর্তমান ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

কানেক্টিভিটির জন্য Tecno Pova Neo ফোনে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে। সুরক্ষার জন্য ফোনের রিয়ার প্যানেলে উপলব্ধ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।