চার্জারের পর এবার iPhone থেকে চার্জিং পোর্ট সরাতে পারে Apple, কেন এমন সিদ্ধান্ত?

ফোনের বাক্সে চার্জার দেওয়া আগেই বন্ধ করেছে, এবার নাকি iPhone থেকে চার্জিং পোর্টও বিলুপ্ত করে দিতে চলেছে Apple! খুব অবাক হচ্ছেন? অবাক হলেও এমন ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল বলে সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? আসলে সম্প্রতি ইউরোপীয়ান ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপীয়ান কমিশন বলেছে যে, স্মার্টফোন নির্মাতা এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রস্তুতকারকদের বাধ্যতামূলকভাবে তাদের ডিভাইসে USB-C চার্জিং পোর্ট অন্তর্ভুক্ত করতে হবে। ইউজারদের সুবিধার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিভিন্ন ডিভাইসে বিভিন্ন সাইজের পোর্ট হওয়ায় ইউজারদের একাধিক চার্জার ব্যবহার করতে হয়, কিন্তু সব ডিভাইসে একই পোর্ট থাকলে ইউজাররা একটি চার্জারেই কাজ চালিয়ে নিতে পারবে, ফলস্বরুপ বৈদ্যুতিন পণ্য ব্যবহারের পরিমাণও অনেকটাই কমিয়ে আনা যাবে।

সাম্প্রতিক এই সিদ্ধান্ত অন্যান্য ব্র্যান্ডকে ততটা প্রভাবিত করবে না, কারণ আজকাল প্রায় প্রতিটি Android ফোনেই ইউএসবি-সি পোর্ট রয়েছে। কিন্তু মাথায় বাজ পড়েছে Apple-এর, কারণ বহুবার বহু সমালোচনা সত্ত্বেও iPhone-এ এখনও সংস্থাটি তার লাইটনিং কানেক্টর ব্যবহার করছে। যদি সাম্প্রতিক এই প্রস্তাবটি ইউরোপীয় সংসদ কর্তৃক গৃহীত হয়, তবে ব্র্যান্ডগুলির কাছে এই প্রস্তাব মেনে নেওয়ার জন্য ২৪ মাস সময় থাকবে।

তাই এখন, Apple-এর কাছে দুটো রাস্তা খোলা আছে- হয় টাইপ-সি পোর্ট সহ আইফোনগুলি পুনরায় লঞ্চ করতে হবে অথবা এই ঝামেলা থেকে রেহাই পেতে ভবিষ্যতে iPhone থেকে চার্জিং পোর্টই পাকাপাকিভাবে সরিয়ে ফেলতে হবে। এই বিষয়ে ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র জানিয়েছেন, যদি কোনো ডিভাইসকে কেবল ওয়্যারলেসভাবে চার্জ করা যায়, তাহলে সেক্ষেত্রে USB-C চার্জিং পোর্ট ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা নেই।

প্রসঙ্গত, অ্যাপল ইতিমধ্যেই iPhone 12 সিরিজের সাথে ২০২০ সালে তার নতুন ম্যাগসেফ (Magsafe) ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি চালু করেছিল। এবং সময়ের সাথে সাথে এই টেকনোলজি আরও বিকশিত হলে ভবিষ্যতে এমন হতেই পারে যে আইফোনে আর কোনো চার্জিং পোর্ট থাকবেই না, ওয়্যারলেসভাবেই ডিভাইসগুলিকে চার্জ করা যাবে। তাই তখন লাইটনিং বা টাইপ-সি পোর্টের কোনো প্রশ্নই উঠবে না।

তবে এই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে হলে বেশ খানিকটা সময়ের প্রয়োজন। কারণ শুধুমাত্র ওয়্যারলেসভাবে চার্জ করা গেলে সেক্ষেত্রে চার্জিংয়ের স্পিড বাড়াতে Apple-কে দুর্দান্ত নতুন টেকনোলজি নিয়ে আসতে হবে। উল্লেখ্য যে, ইতিমধ্যেই OnePlus এবং Xioami উভয়ই ৫০ ওয়াট এবং ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি প্রদর্শন করেছে, যা অত্যন্ত কম সময়ে একটি স্মার্টফোনকে ফুল চার্জ করতে পারে। Apple-এর তরফেও এমন কোনো ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ভবিষ্যতে আনা হয় কি না সেটা সময় বলবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন