কম দামে দুর্দান্ত ফিচারের সাথে মেগা এন্ট্রি Tecno Spark 10 Pro ফোন ও Megabook S1 2023 ল্যাপটপের
Tecno গতকাল Spark 10 Pro স্মার্টফোন এবং Megabook S1 2023 ল্যাপটপ উন্মোচন করেছে

ট্রান্সসন হোল্ডিংস (Transsion Holdings)-অধীনস্থ ব্র্যান্ড, টেকনো (Tecno) এবছর প্রথমবারের জন্য বার্সেলোনার আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ইভেন্টে অংশগ্রহণ করেছে এবং প্রথম দিনেই তাদের কিছু আকর্ষণীয় প্রযুক্তি ও ডিভাইসের ওপর থেকে পর্দা সরিয়েছে। স্মার্টফোন এবং ফ্যান্টম ভি ফোল্ডের জন্য বিশেষ Chameleon Color Changing প্রযুক্তি প্রদর্শন করার পাশাপাশি, টেকনো চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) প্রযুক্তি সম্মেলনে Spark 10 Pro স্মার্টফোন এবং Megabook S1 2023 ল্যাপটপটিও উন্মোচন করেছে। আসুন কোম্পানির তরফে এই দুই নতুন ডিভাইস সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করা হয়েছে, জেনে নেওয়া যাক।
Tecno Spark 10 Pro
স্পার্ক ১০ প্রো স্মার্টফোন হল টেকনোর মিড-রেঞ্জ স্পার্ক লাইনআপের সাম্প্রতিকতম সংযোজন এবং এটি ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের ক্রেতাদের উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে। সেই কারণে এটি উন্নত ক্যামেরা সেটআপের সাথে একটি আকর্ষণীয় মসৃণ ডিজাইন অফার করবে। ডিভাইসটিতে ৩২ মেগাপিক্সেলের আল্ট্রা-ক্লিয়ার গ্লোয়িং সেলফি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরাটি ডুয়েল ফ্ল্যাশলাইটের সাথে এসেছে যা ‘লো-লাইট’ পরিস্থিতিতে সেলফি শট বাড়াতে পারে। এদিকে, ডিভাইসটি ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরাও অফার করে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, Tecno Spark 10 Pro মিডিয়াটেক হেলিও জি৮৮ গেমিং প্রসেসর দ্বারা চালিত, যা একটি উচ্চতর গেমিং অভিজ্ঞতার জন্য অপ্টিমাইজ করা হয়েছে। ডিভাইসটিতে একটি গ্লসি ফিনিশ সহ স্টারি গ্লাস ব্যাক প্যানেল রয়েছে। টেকনো জানিয়েছে যে, Spark 10 Pro আনুষ্ঠানিকভাবে মার্চ মাসে বিক্রির জন্য উপলব্ধ হবে।
Tecno Megabook S1 2023
নতুন টেকনো মেগাবুক এস১ ২০২৩ ল্যাপটপটি একটি উন্নত ইন্টেল কোর চিপসেটের সাথে এসেছে। জানিয়ে রাখি, Tecno প্রথম মেগাবুক এস১ ল্যাপটপটি ২০২২ সালের ডিসেম্বরে লঞ্চ করেছিল। এই আপগ্রেড সংস্করণটি সাম্প্রতিকতম ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর দ্বারা সজ্জিত। এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নোটবুকের ওজন ১.৩৫ কেজি এবং এর পুরুত্ব মাত্র ১৩.৫ মিলিমিটার।

এছাড়া, Tecno Megabook S1 2023 হাতের অঙ্গভঙ্গির মাধ্যমে পিসি সুইফ্টট্রান্সফার (PC SwiftTransfer) অফার করে। এই ফিচারটি টেকনোর নতুন প্রজন্মের ওয়ানলিপ (OneLeap) সংযোগ, ডেটা শেয়ারিং, ফাইল ম্যানেজমেন্ট, মাল্টি-স্ক্রিন সহযোগিতা এবং কোম্পানির ডিজিট্যাল ইকোসিস্টেম জুড়ে রিভার্স নেটওয়ার্ক শেয়ারিং সাপোর্ট করে। সুতরাং, এটি ব্যবহারকারীদের জন্য তাদের ডিভাইসগুলির মধ্যে গভীর ইন্টিগ্রেশন উপভোগ করা সহজ করে তোলে এবং আরও ভালো ডিজিট্যাল এক্সপেরিয়েন্স প্রদান করে।
এছাড়াও, টেকনো মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ ইভেন্টে Tecno True 1 এবং Ultimate 1 নামে দুটি ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারবাড, একটি সিকিউরিটি ওয়াইফাই ক্যামেরা এবং তাদের স্মার্ট হোম ডিভাইস লাইনআপ থেকে একটি ওয়াই-ফাই রাউটার সহ বেশ কয়েকটি স্মার্ট গ্যাজেট প্রদর্শন করেছে।