Tecno Spark 9: মাত্র ৯৪৯৯ টাকায় ১১ জিবি র‌্যাম সহ লঞ্চ হল টেকনো স্পার্ক ৯

টেকনো আজ (১৮ জুলাই) ভারতের বাজারে তাদের Spark 9 সিরিজের প্রথম ফোন হিসেবে উন্মোচন করলো Tecno Spark 9 হ্যান্ডসেটটি। এই বাজেট রেঞ্জের ফোনটি এলসিডি ডিসপ্লে ও MediaTek Helio G37 চিপসেট সহ এসেছে। আবার এতে ১১ জিবি পর্যন্ত র‍্যাম (৬ জিবি ফিজিক্যাল + ৫ জিবি ভার্চুয়াল), ১৩ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ এবং ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অন্তর্ভুক্ত রয়েছে। চলুন Tecno Spark 9-এর দামের বিবরণ, ফিচার ও স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে টেকনো স্পার্ক ৯-এর দাম (Tecno Spark 9 Price in India)

ভারতে টেকনো স্পার্ক ৯-এর দাম রাখা হয়েছে ৯,৪৯৯ টাকা। এটি ইনফিনিটি ব্ল্যাক এবং স্কাই মিরর- এর মতো কালার অপশনে বেছে নেওয়া যাবে। এই টেকনো হ্যান্ডসেটের প্রথম সেলটি আগামী ২৩ জুলাই অ্যামাজন ইন্ডিয়া (Amazon India)-এ অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, একই দিনে এই জনপ্রিয় ই-কমার্স সাইটে প্রাইম ডে ২০২২ (Prime Day 2022) সেলটিও শুরু হবে।

টেকনো স্পার্ক ৯ স্পেসিফিকেশন এবং ফিচার (Tecno Spark 9 Specifications and Features)

টেকনো স্পার্ক ৯-এ একটি টিয়ারড্রপ নচ সহ একটি ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। তবে টেকনোর অত্যাধুনিক মেমরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত স্টোরেজ ব্যবহার করে এই হ্যান্ডসেটে আরও ৫ জিবি ভার্চুয়াল র‍্যাম যোগ করা যায়। টেকনো স্পার্ক ৯ অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক হাইওএস (HiOS) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 9 রিয়ার শেলে এলইডি ফ্ল্যাশ এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেটআপ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া, নিরাপত্তার জন্য Tecno Spark 9-এ একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার উপলব্ধ। অডিওফাইলের জন্য, ডিভাইসটিতে ডিটিএস-চালিত স্পিকার এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকও মিলবে।

উল্লেখ্য, Tecno Spark 9 সিরিজে অন্তর্ভুক্ত Spark 9T এবং Spark 9 Pro-এর মতো মডেলগুলিও ভারতে আসবে বলে আশা করা হচ্ছে। তবে কবে নাগাদ এই হ্যান্ডসেটগুলি এদেশে আত্মপ্রকাশ করবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।