Tecno Spark 9T দশ হাজার টাকার কমে ৭ জিবি র‌্যাম সহ লঞ্চ হল, রয়েছে নজরকাড়া ফিচার

আজ অর্থাৎ ২৮শে জুলাই Tecno Spark 9T নামের একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ হল ভারতের বাজারে। এই ফোনটি বিদ্যমান...
Soumojit Chatterjee 28 July 2022 8:02 PM IST

আজ অর্থাৎ ২৮শে জুলাই Tecno Spark 9T নামের একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ হল ভারতের বাজারে। এই ফোনটি বিদ্যমান Tecno Spark 8T-এর উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফিচার হিসাবে এতে, FHD+ ডিসপ্লে প্যানেল, মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ AI ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। আবার ডুয়েল ফ্রন্ট ফ্ল্যাশলাইট সহ সেলফি শুটারও পাওয়া যাবে এই ডিভাইসে। তবে সবথেকে উল্লেখ্য বিষয়, ব্যবহারকারীরা উক্ত ফোনে র‌্যাম এক্সটেনশন ফিচার বা সংস্থার ভাষায় 'মেমরি ফিউশন' প্রযুক্তির মাধ্যমে অতিরিক্ত ৭ জিবি পর্যন্ত র‌্যাম ব্যবহার করতে সক্ষম হবেন। প্রসঙ্গত, Tecno বর্তমানে তাদের এই লেটেস্ট স্মার্টফোন নিয়ে একটি কুইজও চালাচ্ছে, যেখানে বিজয়ীদের ৫০০ টাকার অ্যামাজন পে (Amazon Pay) ব্যালেন্স অফার করা হচ্ছে। চলুন Tecno Spark 9T স্মার্টফোনের দাম, প্রাপ্যতা এবং স্পেসিফিকেশন সম্পর্কে খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

ভারতে টেকনো স্পার্ক ৯টি -এর দাম ও লভ্যতা (Tecno Spark 9T price and availability in India)

টেকনো স্পার্ক ৯টি স্মার্টফোনটি ভারতে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টে এসেছে, যার দাম নির্ধারণ করা হয়েছে ৯,২৯৯ টাকা। যদিও পরে ফোনটির দাম বাড়তে পারে।

আগামী ৬ই আগস্ট থেকে ই-কমার্স সাইট অ্যামাজনে টেকনো স্পার্ক ৯টি ফোনের সেলে শুরু হবে৷ আর প্রথম সেলের অংশ হিসাবে এই নয়া হ্যান্ডসেটের সাথে কিছু বিশেষ অফারও উপলব্ধ করা হবে। যদিও অফারগুলির বিশদ এখনো অজানা। এটিকে আটলান্টিক ব্লু এবং ফিরোজা সায়ান কালারে বেছে নেওয়া যাবে।

টেকনো স্পার্ক ৯টি -এর স্পেসিফিকেশন (Tecno Spark 9T specifications)

টেকনো আনীত এই লেটেস্ট স্মার্টফোনটি গত মাসে নাইজেরিয়াতে আত্মপ্রকাশ করেছিল। যদিও উক্ত হ্যান্ডসেটের ভারতীয় ভ্যারিয়েন্টটি সম্পূর্ণ ভিন্ন স্পেসিফিকেশনের সাথে আজ লঞ্চ হয়েছে। সেক্ষেত্রে, এদেশে আগত ডুয়াল-সিমের (ন্যানো) টেকনো স্পার্ক ৯টি ফোনে একটি ৬.৬-ইঞ্চির ফুল এইচডি প্লাস (১,০৮০x২,৪০৮ পিক্সেল) ডট-নচ ডিসপ্লে আছে, যা ৪০১ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ৯০.১% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর, ডিভাইসে থাকা হাইপারইঞ্জিন (HyperEngine) টেকনোলজি, 'ইন্টিলিজেন্ট রিসোর্স ম্যানেজমেন্ট' -এ সাহায্য করবে বলে দাবি করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক হাইওএস ৭.৬ (HiOS 7.6) কাস্টম স্কিন দ্বারা চালিত। আর স্টোরেজ হিসাবে এই স্মার্টফোনে, ৪ জিবি LPDDR4x র‌্যাম এবং ৬৪ জিবি রম বর্তমান। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

প্রসঙ্গত, আলোচ্য ডিভাইসটি র‌্যাম এক্সটেনশন বা সংস্থার ভাষায় 'মেমরি ফিউশন' টেকনোলজির সাথে এসেছে, যা ৩ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজকে র‌্যামে রূপান্তর করে ব্যবহার করতে দেবে। সংস্থার দাবি, ডিভাইসে বেশি র‌্যাম থাকলে তা ৪৩% পর্যন্ত অ্যাপ লঞ্চিং ক্ষমতা উন্নত করবে।

ফটোগ্রাফির জন্য, Tecno Spark 9T স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল - এফ/১.৬ অ্যাপারচার এবং ফেজ-ডিটেকশন অটোফোকাস (PDAF) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং একটি এআই (AI) লেন্স। এই রিয়ার সেন্সরগুলি সুপার নাইট মোড সাপোর্ট করে, যা কম আলোতেও ভাল পিকচার ক্লিক করার বিকল্প প্রদান করে৷ অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ডিভাইসে ডুয়াল ফ্রন্ট ফ্ল্যাশ লাইট সহ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা উপস্থিত।

Tecno Spark 9T স্মার্টফোনের কানেক্টিভিটি বিকল্পের মধ্যে সামিল রয়েছে - ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.০, জিপিএস, GNSS, গ্যালিলিও (Galileo), বেইডু (Beidou) এবং কিউজেডএসএস (QZSS)। বায়োমেট্রিক প্রমাণীকরণ জন্য এতে অ্যান্টি-অয়েল সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার বিদ্যমান। উক্ত ফোনে ডিটিএস সারাউন্ড সাউন্ড টেকনোলজি সমর্থিত স্পিকার সিস্টেম পাওয়া যাবে। Tecno Spark 9T -এ ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটটি IPX2 স্প্ল্যাশ-রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত এবং এর পরিমাপ ১৬৪.৫x৮৭৬.০৫x৮.৮৫ মিমি।

Show Full Article
Next Story