১০ হাজার টাকার কমে ১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে Tecno Spark Go 2020

ভারতে আরও একটি স্মার্টফোন লঞ্চের দিকে এগোচ্ছে Tecno। কিছুদিন আগেই Tecno Spark Go 2020 নামে একটি ফোনকে গুগল প্লে কনসোল এ দেখা গিয়েছিল। যার পরে পরিষ্কার হয়ে যায় যে এই ফোনটি শীঘ্রই বাজারে আসবে। এবার টেকনো তাদের টুইটার পেজ থেকে একটি পোস্ট করে জানিয়ে দিল, যে আগামী ১ সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে টেকনো স্পার্ক গো ২০২০।

কোম্পানির তরফে পোস্ট করা একটি ১৩ সেকেন্ডের ভিডিও থেকে জানা গেছে, ১ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে Tecno Spark Go 2020। এই ফোনটি Flipkart থেকে পাওয়া যাবে। জানিয়ে রাখি এই ফোনটি টেকনো স্পার্ক গো এর আপগ্রেড ভার্সন হবে। এতে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে।

গুগল প্লে কনসোল এ এই ফোনের মডেল নম্বর ছিল TECNO-KE5। জানা গিয়েছিল টেকনো স্পার্ক গো ২০২০ ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের সাথে আসবে। আবার এই ফোনে আমরা এন্ট্রি লেভেল প্রসেসর, মিডিয়াটেক হেলিও এ২০ চিপসেট পাবো। ফোনটি ৩ জিবি র‌্যামের সাথে আসবে। আবার এর ডিসপ্লে ডিজাইন হবে ওয়াটারড্রপ নচ। এই ডিসপ্লের পিক্সেল রেজুলেশন হবে ৭২০x ১৬০০।

Tecno Spark Go 2020 ফোনটিকে কোম্পানি ‘Big B of entertainment’ ট্যাগলাইনের সাথে বাজারে আনছে। এতে চার্জিংয়ের জন্য থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট। এছাড়াও ৩.৫ মিমি অডিও জ্যাক দেওয়া হবে। গুগল প্লে কনসোলে যে ছবি দেখা গেছে তাতে পরিষ্কার এই ফোনের নিচের দিকে বেজেল থাকবে। ফোনটির নচের মধ্যে থাকবে সেলফি ক্যামেরা। Tecno Spark Go 2020 ফোনের ফিচার দেখে পরিষ্কার যে, এই ফোনটি ১০,০০০ টাকার মধ্যেই আসবে।