৯ হাজার টাকার কমে Tecno Spark Go 2021 ডুয়েল ক্যামেরা ও ৫,০০০mAh ব্যাটারি সহ লঞ্চ হল

গত মাসের শুরুতে ভারতে লঞ্চ হয়েছিল Tecno Spark Go 2021 এডিশন। এই ফোনটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ডুয়েল ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমসহ ভারতে এসেছে। এই একই ফিচারসহ এই বাজেট ফোনটি এখন নাইজেরিয়ায় পাড়ি জমালো। যদিও ভারতের তুলনায় সে দেশে Tecno Spark Go 2021 এর দাম বেশি রাখা হয়েছে। আসুন ফোনটির স্পেসিফিকেশন ও মূল্য জেনে নিই।

Tecno Spark Go 2021 এর দাম ও লভ্যতা

টেকনো স্পার্ক গো ২০২১ এডিশনের দাম রাখা হয়েছে ৪৬,২৯৯ নাইজেরিয়ান নাইরা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৩৭০ টাকার সমান। যদিও ভারতে এই ফোনটি ৭,২৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। টেকনো স্পার্ক গো ২০২১ দুটি কালারে এসেছে- ব্লু ও অরেঞ্জ।

Tecno Spark Go 2021 এর স্পেসিফিকেশন ও ফিচার

টেকনো স্পার্ক গো ২০২১ ও স্পার্ক ২০২০ এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য হল, নতুন এডিশনে ফোনের ব্যাক প্যানেলে ক্যামেরার নীচে ‘TECNO SPARK’ ব্র্যান্ডিং উপস্থিত। এছাড়া দুটি ফোনের ফিচার প্রায় এক। টেকনো স্পার্ক গো ২০২১ ফোনে আছে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯, ব্রাইটনেস ৪৮০ নিটস এবং পিক্সেল ডেনসিটি ২৬৯ পিপিআই। ওয়াটার ড্রপ নচ ডিজাইনের এই ডিসপ্লের কাট আউটের মধ্যে সেলফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Tecno Spark Go 2021 ফোনের পিছনে পাওয়া যাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ডুয়েল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও এআই লেন্স আছে। ফোনটি ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি অনবোর্ড স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে রয়েছে মাইক্রোএসডি কার্ড স্লট সমর্থন।

Tecno Spark Go 2021 ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ গো এডিশনে চলে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। যা ৩৬ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে বলে কোম্পানির দাবি। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল 4G VoLTE, মাইক্রো ইউএসবি পোর্ট, ওয়াইফাই, ব্লুটুথ এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অপশন উপলব্ধ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন