সপ্তাহের শুরুতে ধামাকা অফার! Samsung, Redmi-র এইসব ফোন 10 হাজারের কমে বেচছে Amazon

বাজারে যতোই দামী, প্রিমিয়াম ফোন লঞ্চ হোক না কেন, দেশের প্রচুর মানুষ এখনও ১০,০০০ টাকা বাজেটের অর্থাৎ এন্ট্রি-লেভেল রেঞ্জের স্মার্টফোনগুলি ব্যবহার করতে পছন্দ করেন। বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে এই ধরণের ফোনগুলির চাহিদাই তুলনামূলকভাবে বেশি, বিশেষ করে Xiaomi Redmi এবং Samsung-এর মডেলগুলি। সেক্ষেত্রে আপনি যদি কোনো কারণে এই মুহূর্তে ১০,০০০ টাকার কম খরচে একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে Amazon India-এর কিছু বিশেষ অফার আপনার অত্যন্ত কাজে আসবে। আসলে বর্তমান সময়ে অনলাইন শপিং প্ল্যাটফর্মটিতে ‘টপ ডিলস অফ দ্য উইক’ (Top deals of the week)-এর আওতায় Redmi এবং Samsung-এর সস্তা (পড়ুন ১০,০০০ টাকার কম বাজেটের) ফোনগুলি আরও সস্তায় কিনতে পারবেন। এখানে ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারের ফায়দা তোলা যাবে। এমতাবস্থায় আপনার সুবিধার জন্য আমরা এই প্রতিবেদনে কয়েকটি সেরা অফারের কথা শেয়ার করব।

Amazon থেকে এই ফোনগুলি কিনতে পারবেন অনেক কম দামে

১. Redmi A2: রেডমির এই এন্ট্রি লেভেল স্মার্টফোনটির দাম এমনিতে ৮,৯৯৯ টাকা, তবে এখন অ্যামাজন এটিকে ৩০% ডিসকাউন্টে ৬,২৯৯ টাকায় কেনার সুযোগ দিচ্ছে। এক্ষেত্রে কুপন ডিসকাউন্টের সাথে, ফোনটির দাম আরও ৩০০ টাকা পর্যন্ত কমানো যেতে পারে। আবার পুরোনো ফোনের বদলে মিলবে ৫,৯৮৪ টাকার এক্সচেঞ্জ বোনাসও।

এই ফোনে ৬.৫২ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরার মতো ফিচার মিলবে।

২. Samsung Galaxy M04: এই ফোনের এমআরপি (MRP) ১১,৯৯৯ টাকা। তবে এখন এটি অ্যামাজন থেকে ৮,৪৯৯ টাকায় কেনা যাবে। এখানে ব্যাঙ্ক অফার কাজে লাগিয়ে আপনি আরও ৬৪০ টাকা ডিসকাউন্ট পেতে পারেন, আবার এক্সচেঞ্জ অফারে সাশ্রয় করতে পারেন ৮,০৫০ টাকা পর্যন্ত।

স্যামসাংয়ের এই ফোনে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও পি৩৫ প্রসেসরের সাথে ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৩ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

৩. Redmi 12C: এই ফোনটি এখন কিনতে গেলে ৮,৭৯৯ টাকা খরচ হবে, যেখানে এর এমআরপি ১৩,৯৯৯ টাকা। এক্ষেত্রে ব্যাঙ্ক অফারে ফোনটিতে আরও ৮০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে। এক্সচেঞ্জ অফারের কথা বললে, আপনি এতে পুরোনো ফোনের বদলে ৮,৩৫০ টাকা পর্যন্ত সঞ্চয় করতে পারেন৷

কোম্পানি এই ফোনে এইচডি+ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল এআই (AI) ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছে।