একসাথে ৩০ জনের সাথে গ্রুপ ভিডিও কল, Telegram অ্যাপে এল নতুন ফিচার

ইনস্ট্যান্ট ম্যাসেজিং প্ল্যাটফর্ম Telegram যত দিন যাচ্ছে ততই অধুনাতন হয়ে উঠছে। WhatsApp এর মত পাভেল দুরভের এই অ্যাপে নিয়মিত যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। সেক্ষেত্রে শোনা যাচ্ছে, টেলিগ্রাম হালফিলে একটি এমন ফিচার যুক্ত করেছে যা WhatsApp এবং Zoom -এর জন্য মাথাব্যাথার কারণ হয়ে উঠতে পারে। আসলে, টেলিগ্রাম তাদের আইওএস, অ্যান্ড্রয়েড এবং ডেস্কটপ অ্যাপের লেটেস্ট ভার্সনে গ্ৰুপ ভিডিও কলিং ফিচার সংযুক্ত করছছে। ফলে এখন এই ম্যাসেজিং অ্যাপটিতে ইউজাররা গ্রুপ ভয়েস চ্যাটকে ভিডিও কনফারেন্স কলে রূপান্তর করতে পারবেন। চলুন টেলিগ্রামের গ্ৰুপ ভিডিও কলিং ফিচার সম্পর্কে বিস্তারিত জানান জেনে নেওয়া যাক।

Telegram অ্যাপে ক্যামেরা ফিড এবং স্ক্রিন একসাথে শেয়ার করা যাবে

এনগ্যাজেট (Engadget) তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, টেলিগ্রাম অ্যাপে ইতিমধ্যেই ইউজারদের ভিডিও ফিডকে পিন করার একটি অপশন দেওয়া থাকে। এটির সাহায্যে, কোনও নতুন ব্যক্তি ভিডিও কলে যোগদান করার পরেও ইউজাররা ভিডিও-র ফ্রন্টে এবং সেন্টার পজিশনে থাকতে পারে। তবে নতুন আপডেটে জুমের মতো টেলিগ্রামেও স্ক্রিন শেয়ার করার একটি অপশন পাওয়া যাবে, যা প্রেজেন্টেশনের সময়ে বিশেষ কার্যকরী প্রমাণিত হবে। এরই সাথে, ইউজাররারা তাদের ক্যামেরা ফিড এবং স্ক্রিনকে একসাথে শেয়ার করার বিকল্পও পেয়ে যাবেন।

Telegram অ্যাপে ৩০ জন একসঙ্গে গ্রুপ ভিডিও কল করা যাবে

টেলিগ্রামের নতুন আপডেটে গ্রুপ ভিডিও কলিং ফিচার জোড়া হয়েছে। তবে যেহেতু সদ্য ফিচারটিকে রোল-আউট করা হয়েছে, তাই আপাতত ৩০ জনকে নিয়ে গ্রুপ ভিডিও কল করার সুবিধা দেওয়া হচ্ছে। এটিকে ভয়েস চ্যাটের মধ্যে সামিল করা হয়েছে। এই প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, লাইভ ইভেন্ট জাতীয় অনুষ্ঠানগুলিকে টেলিগ্রামের মাধ্যমে করার জন্য ‘শীঘ্রই’ গ্ৰুপ ভিডিও কল ফিচারে অংশগ্রহণকারীর সংখ্যাকে বাড়ানো হবে এবং অন্যান্য নয়া ফিচারকে উপলব্ধ করার জন্য ভয়েস চ্যাট সেকশনটিরও সম্প্রসারণ ঘটানো হবে। প্রসঙ্গত জানিয়ে দিই, টেলিগ্রাম ইউজাররা তাদের স্মার্টফোন সহ ট্যাবলেট এবং কম্পিউটার থেকেও গ্ৰুপ ভিডিও কল করতে পারবেন।

গ্ৰুপ ভিডিও কলিং ফিচারের দৌলতে টেলিগ্রাম হয়ে উঠতে পারে আরো শক্তিশালী ম্যাসেজিং প্ল্যাটফর্ম

নবাগত এই ফিচারটিকে লঞ্চ করার পূর্বে অ্যাপটির প্রতিষ্ঠাতা পাভেল দুরভ তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে একটি লেখা পোস্ট করেছিলেন। যেখানে তিনি উক্ত ফিচারটির সম্পর্কে আভাস দিয়ে লিখেছিলেন, “আমরা মে মাসে আমাদের ভয়েস চ্যাটে একটি ভিডিও ডাইমেনশন যুক্ত করব, যার ফলে টেলিগ্রাম অ্যাপটি ‘গ্রুপ ভিডিও কলিং’ ফিচারের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হবে।” সংস্থাটির এরূপ দূরবর্তী পরিকল্পনাকে দেখে হলফ করে বলা যায় যে, টেলিগ্রাম, জুমের মতো উন্নত ভিডিও কনফারেন্সিং অ্যাপকেও জবরদস্ত টক্কর দেবে।

Telegram এখন ৪০ কোটিরও বেশি অ্যাক্টিভ ইউজারদের ভরসা

২০২০ সালের এপ্রিল মাসে টেলিগ্রাম ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি ইউজার সংখ্যা অতিক্রম করেছে। যদিও বর্তমানে মেসেজিং অ্যাপটির ইউজার সংখ্যা সংস্থাটি জানায়নি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন