ফাঁস হয়ে যাচ্ছে Telegram ব্যবহারকারীদের চ্যাট, সমাধান জেনে নিন

টেলিগ্রাম (Telegram) ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ। জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশনটি সম্প্রতি আরো একবার সিকিউরিটি সমস্যার সম্মুখীন হয়েছে। রয়্যাল হলোওয়ে, লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষকদল টেলিগ্রামের নিরাপত্তাজনিত ত্রুটির বিষয়টি সর্বপ্রথম প্রকাশ্যে আনেন। অন্য কিছু নয় বরং এন্ড-টু-এন্ড এনক্রিপশন (E2EE) পরিষেবার দুর্বলতার কারণেই নিরাপত্তাজনিত এই ত্রুটি বলে গবেষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তড়িঘড়ি অ্যাপ্লিকেশনের নতুন আপডেট এনে টেলিগ্রাম (Telegram) কর্তৃপক্ষ সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে।

Telegram অ্যাপে সুরক্ষা ত্রুটি

যারা সঠিকভাবে অবগত নন তাদের জন্য বলে রাখি, এন্ড-টু-এন্ড এনক্রিপশন এমন একটি পরিষেবা যা আমাদের ব্যক্তিগত চ্যাটগুলিকে অপরের হস্তগত হওয়া থেকে রক্ষা করে। প্রতিদ্বন্দ্বী সংস্থা হোয়াটসঅ্যাপকে (Whatsapp) টক্কর দিতে টেলিগ্রাম (Telegram) অ্যাপ্লিকেশনেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা উপস্থিত রয়েছে। তবে সাধারণভাবে নয় বরং উক্ত ফিচারের সুবিধা গ্রহণের জন্য টেলিগ্রাম ব্যবহারকারীদের আলাদা করে তা সক্রিয় করতে হয়। অন্যদিকে হোয়াটসঅ্যাপ(Whatsapp), সিগন্যালের (Signal) মতো অ্যাপ্লিকেশনে সাধারনভাবেই এই সুবিধা উপলব্ধ রয়েছে।

এন্ড-টু-এন্ড এনক্রিপশন পরিষেবার কারণে প্রেরক এবং গ্রহীতা ছাড়া অপর কোনো তৃতীয় পক্ষ ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজের নাগাল পায় না। কেবলমাত্র এটুকুই নয়, স্বয়ং মেসেজিং প্ল্যাটফর্মটির পক্ষেও সেই সব মেসেজ অ্যাক্সেস করা অসম্ভব হয়ে থাকে। যেহেতু টেলিগ্রামে এই ফিচার স্বাভাবিকভাবে সক্রিয় থাকে না, তাই অসাধু আক্রমণকারীরা সেই ফাঁকেই ব্যবহারকারীর তথ্য চুরির কাজে নেমে পড়ে। এই ধরনের একটি বাগ সমস্যাকে কাজে লাগিয়েই সম্প্রতি অ্যাটাকারেরা ব্যবহারকারীর মেসেজ পড়ে ফেলছে বলে লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষক দল দাবী করেন। আবার শুধু মেসেজ পড়ে ফেলা নয়, সুরক্ষাজনিত ত্রুটির সুযোগ নিয়ে আক্রমণকারীরা প্রেরক ও গ্রহীতার মেসেজের ক্রমিক অবস্থান পর্যন্ত বদলে দিতে পারে বলেও অভিযোগ উঠেছে।

এছাড়া সিকিউরিটি দুর্বলতাকে কাজে লাগিয়ে আক্রমণকারীরা অ্যাপ্লিকেশনের স্বয়ংক্রিয় বটগুলিকে (Bots) পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড্রয়েড, আইওএস এবং টেলিগ্রাম ডেস্কটপ অ্যাপে এভাবেই বিভিন্ন অসৎ ব্যক্তি এবং প্রতিষ্ঠান ব্যবহারকারীর এনক্রিপ্টেড মেসেজের পাঠযোগ্য সংস্করণ হাতিয়ে নিচ্ছে বলে শোনা গিয়েছে।

অ্যাপের নিরাপত্তার বিষয়ে একাধিক অভিযোগ উঠার পর, টেলিগ্রামের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ইতিমধ্যেই তারা সমস্যার সমাধান করে ফেলেছে। অ্যাপের নতুন আপডেট সামনে আসা প্রত্যেকটি সিকিউরিটি দুর্বলতার উর্ধ্বে বলেও তারা দাবী করেছে। গুগল প্লে স্টোর, অ্যাপল অ্যাপ স্টোর বা টেলিগ্রামের নিজস্ব ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ ডাউনলোড এবং ইনস্টল করে ব্যবহারকারীরা নিরাপত্তা সংক্রান্ত দুশ্চিন্তা থেকে পুরোপুরি রেহাই পাবেন বলে সংস্থাটি তাদের ব্লগ পোস্টে জানিয়েছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Soumojit Chatterjee

Share
Published by
Soumojit Chatterjee

Recent Posts

Jay Shah: জয় শাহ হতে চলেছেন ICC চেয়ারম্যান, পরিবর্তে BCCI সভাপতি হবেন এই‌ ব্যাক্তি

গ্রেগ বার্কলে ২০২০ সালের নভেম্বরে আইসিসির স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর ২০২২ এই পদের…

42 mins ago

তিনবার ভাঁজ হবে ফোন! ট্রিপল ফোল্ড স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে Xiaomi

একাধিক শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ট্রাই-ফোল্ডেবল স্মার্টফোন বাজারে আনার জন্য কাজ করছে। TCL এবং Huawei এর…

45 mins ago

Shikhar Dhawan: আইপিএল থেকেও অবসর নিয়ে এবার এই লিগে খেলবেন ধাওয়ান, টুর্নামেন্ট শুরু হবে সেপ্টেম্বরে

গত শনিবার ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার…

3 hours ago

পুজোর আগে 22,000 টাকা ডিসকাউন্ট এই বৈদ্যুতিক স্কুটারে, এক চার্জে 110 কিমি রেঞ্জ

DION Electric Vehicles ভারতীয় ক্রেতাদের জন্য দু'টি অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার নিয়ে হাজির হল। সংস্থাটির তরফে…

4 hours ago

বাজারে সুপারহিট Bajaj কোম্পানির CNG বাইক, প্রথম মাসে কটা বিক্রি হল জানেন?

Bajaj Auto গত মাসে বিশ্বের প্রথম সিএনজি বাইক লঞ্চ করেছে, যার নাম Freedom 125 ।…

4 hours ago

Realme Note 60: নোট সিরিজে নতুন ফোন লঞ্চ করল রিয়েলমি, অল্প দামে দুর্দান্ত ফিচার্স

Realme Note 60 ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগেই ইন্দোনেশিয়ার বাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে, যা এর…

4 hours ago