Aadhaar Card: আপডেট করতে হবে পুরানো আধার কার্ড, অনলাইন ও অফলাইনে কীভাবে করবেন, খরচ ৫০ টাকা

ভারতের ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। যেখানে জানানো হয়েছে, যে সকল ভারতবাসীর আধার কার্ড ১০ বছর বা তার বেশি সময় আগে ইস্যু করা হয়েছে, তাদের শীঘ্রই এই জরুরি ডকুমেন্টটি আপডেট করাতে হবে। এর কারণ, বহু দিন আগে তৈরী করা আধার কার্ডে তৎকালীন সময়ে যে ব্যক্তিগত ও বায়োমেট্রিক তথ্য দেওয়া হয়েছিল, বর্তমানে তা পরিবর্তন হতে পারে। তাই সরকারী ডেটাবেসে আপডেট তথ্য রাখতে ‘Unique Identification Authority of India’ বা UIDAI আধার কার্ড (Aadhaar Card) আপডেট করার পরামর্শ দিচ্ছে।

এক্ষেত্রে আপনার আধার কার্ডও যদি ১০ বছর বা তার অধিক সময় পূর্বে বানানো হয়ে থাকে, তবে myAadhaar পোর্টালের মাধ্যমে অনলাইনে অথবা নিকটতম আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অফলাইন মোডে নিজের আধার বিবরণ আপডেট করতে পারেন। প্রসঙ্গত মাইক্রোব্লগিং সাইট টুইটারে UIDAI জানিয়েছে – “বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবা এবং সুবিধা পেতে আপনারা নিজেদের আধার কার্ড সবসময় আপডেট রাখুন। এক্ষেত্রে আধার কার্ড অনলাইনে এবং অফলাইনে আপডেট করলে ৫০ টাকা চার্জ করা হবে।”

কোথায় গিয়ে আধার কার্ডের তথ্য আপডেট করতে হবে? (Where to update Aadhaar Card details?)

UIDAI প্রদত্ত তথ্য অনুসারে, আপনি ‘সেলফ-সার্ভিস আপডেট পোর্টাল’ (SSUP) -এ গিয়ে প্রমাণপত্র সহ নাম, বাবার নাম,জন্ম তারিখ, লিঙ্গ, বাড়ির ঠিকানা অনলাইনে আপডেট করাতে পারবেন। তবে বায়োমেট্রিক বিবরণ (ফিঙ্গারপ্রিন্ট, রেটিনা স্ক্যান এবং ফটোগ্রাফ) আপডেটের জন্য আপনাকে নিকটতম আধার এনরোলমেন্ট কেন্দ্রে যেতে হবে।

কীভাবে অফলাইনে আধার কার্ড আপডেট করবেন? (How to update Aadhaar card offline?)

অনলাইন ও অফলাইন উভয় মোডেই আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে বলে জানিয়েছে UIDAI। প্রথমে আমরা অফলাইনে কীভাবে আপডেট করানো যাবে তা জানাবো। অফলাইনে মোডে আধার কার্ডের ডেটা সংশোধন করানোর জন্য আপনাকে, প্রয়োজনীয় ডকুমেন্ট সহ নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টারে চলে যেতে হবে। আর যদি আপনি নিজের এলাকায় অবস্থিত এনরোলমেন্ট সেন্টারটি কোথায় না জেনে থাকেন, তবে UIDAI -এর অফিসিয়াল ওয়েবসাইটে (uidai.gov.in) গিয়ে ‘Locate Enrolment Center’ সেকশনে ট্যাপ বা ক্লিক করে নিকটতম আধার এনরোলমেন্ট সেন্টার অনুসন্ধান করতে পারেন।

কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করবেন? (How to update Aadhaar card online?)

১. প্রথমে, UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in/) যান।

২. এরপর, ‘My Aadhaar’ ট্যাবে ক্লিক করুন।

৩. এবার, ‘Update Your Aadhaar’ বিকল্পটি নির্বাচন করুন এবং তারপরে ‘Update Demographics Data and Check status’ অপশনে ক্লিক করুন।

৪. এখন যেই আপনি ‘আলোচ্য অপশনে ক্লিক করবেন, সাথে সাথে আপনাকে myaadhaar.uidai.gov.in/ পেজে রিডিরেক্ট করে দেওয়া হবে।

৫. এবার সাইটে লগইন করার জন্য নতুন উইন্ডোতে আপনাকে নিজের আধার নম্বর এবং ক্যাপচা (Captcha) কোড লিখতে বলা হবে।

৬. এরপর ‘Send OTP’ অপশনে ক্লিক করুন। আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড বা OTP পাঠানো হলে, তা এন্টার করুন।

৭. লগইন করার পর, ‘Proceed to Aadhaar Update’ লেখা একটি বাটন পাবেন, তাতে ক্লিক করুন।

৮. এই পেজে আপনি যে তথ্য পরিবর্তন করতে চান, তা বেছে নিন। ধরা যাক অ্যাড্রেস আপডেট করতে চান আপনি। এক্ষেত্রে নতুন ঠিকানার প্রমাণ স্বরূপ – রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করুন।

৯. এবার ‘Proceed’ এবং পরবর্তীতে যাবতীয় তথ্য আরেকবার মিলিয়ে নিয়ে ‘Submit’ বাটনে ট্যাপ বা ক্লিক করুন।

১০. এই পর্যায়ে এসে আপনাকে পেমেন্ট পোর্টালে রিডিরেক্ট করা হবে, যেখানে পেমেন্ট বা অর্থপ্রদানের জন্য বলা হবে। UIDIA -এর ঘোষণা অনুসারে, অনলাইন মোডে আধার আপডেট করার জন্য এবার আপনাকে ৫০ টাকা আপডেট ফি প্রদান করতে হবে।

১১. পরিশেষে, আপনি পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করার পর একটি পেমেন্ট স্লিপ পাবেন। এটি দিয়ে আপডেটের স্ট্যাটাস জানতে পারবেন।