Triton: ভারতে বৈদ্যুতিক গাড়ির কারখানা গড়ার ঘোষণা করল টেসলার প্রতিদ্বন্দ্বী ট্রাইটন

দীর্ঘদিন ধরে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা (Tesla)-র এদেশে ব্যবসা শুরু করা নিয়ে সংস্থার কর্ণধার এলন মাস্ক (Elon Musk) ও ভারত সরকারের মধ্যে নানা জটিলতা চলছে। মার্কিন সংস্থাটির দাবি ভারতের আমদানি শুল্ক কমালে তারা বিদেশ থেকে গাড়ি আমদানি করে এখানে বিক্রি করবে। এদিকে কেন্দ্রীয় সরকারের স্পষ্ট জবাব, Tesla এদেশেই কারখানা নির্মাণ করে গাড়ির ব্যবসা করুক। বড়জোর গাড়ির যন্ত্রাংশ আমদানি করা যেতে পারে। কিন্তু এই প্রস্তাবে নারাজ এলন মাস্ক৷ তবে তাঁর সংস্থা টেসলার আগেই ভারতে কারখানা খুলতে চলেছে আমেরিকার ট্রাইটন (Triton)৷ যারা টেসলারই বড় প্রতিদ্বন্দ্বী৷

ট্রাইটন আজ ঘোষণা করেছে যে, তারা বৈদ্যুতিক গাড়ি কারখানা তৈরি করার জন্য ভারতের গুজরাত রাজ্যকে বেছে নিয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে ৬০০ একর জমির উপর গড়ে উঠবে তাদের এই কারখানা। ট্রাইটনের প্রতিষ্ঠাতা এবং সিইও হিমাংশু প্যাটেল (Himanshu Patel) বলেন, এটি ৬০০ একর জমির উপর গড়ে উঠবে। যদিও তা গুজরাতের ঠিক কোথায়, সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

এর আগে ট্রাইটন হায়দরাবাদের নিকটে জাহিরাবাদে কারখানা তৈরি করার কথা ঘোষণা করলেও, তা কোনো কারণে শুরু হয়নি। গত বছর হায়দরাবাদের কারখানা তৈরি হওয়ার কথা ঘোষণার সময় সংস্থাটি তাদের আট সিট বিশিষ্ট এইচ ‘H’ ইলেকট্রিক এসইউভি গাড়িটির ঝলক দেখিয়েছিল। তারা জানিয়েছিল, সংস্থার লক্ষ্য ভারতে বৈদ্যুতিক গাড়ির (ছোট, এসইউভি এবং পিকআপ ট্রাক) কারখানা তৈরি করার। সেগুলি ভারতের বাজারে বিক্রির পাশাপাশি দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারে রফতানি করা হবে।

প্রসঙ্গত, টেসলার প্রতিদ্বন্দ্বী সংস্থা হিসেবে ট্রাইটন ভারতের বৈদ্যুতিক বাজারে নিজেদের ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি এদেশে যে ইলেকট্রিক গাড়ির ইকোসিস্টেম গড়ে তুলবে তা আশা করা যায়। আবার ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারকেও চাঙ্গা করে তুলবে সংস্থাটি। এদিকে গুজরাত সরকার ইতিমধ্যেই ইভি নীতি (EV Policy) নিয়ে এসেছে। ফলে ট্রাইটন উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।