আজ থেকে BookMyShow Stream, Google Play, YouTube Movies থেকে দেখা যাবে জনপ্রিয় The Batman সিনেমা

প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় ছয় সপ্তাহ পর ১৮ই এপ্রিল অর্থাৎ আজ রবার্ট প্যাটিনসন অভিনীত ‘The Batman’ ছবিটি বেশ কিছু জনপ্রিয় ভিডিও-অন-ডিমান্ড প্ল্যাটফর্ম, যেমন – BookMyShow Stream, Google Play Movies, Youtube Movies, Apple TV প্রভৃতি স্থানে উপলব্ধ হতে চলেছে। ফলে উপরের প্ল্যাটফর্মগুলি থেকে ফ্যানরা সদ্য মুক্তি পাওয়া ডিসি (DC) ইউনিভার্সের এই ছবিটি ইংরেজি ছাড়াও হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় পুরো 4K রেজোলিউশনে উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, আয়ের নিরিখে ‘দ্য ব্যাটম্যান’ (The Batman) এর মধ্যেই ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত অপর সমস্ত ছবিকে পেছনে ফেলেছে।

BookMyShow Stream থেকে যেভাবে ‘The Batman’ ছবিটি দেখা যাবে

BookMyShow Stream থেকে বর্তমানে আলোচ্য ‘দ্য ব্যাটম্যান’ ছবিটি দেখতে চাইলে ভক্তদের সামনে প্রি-বুকিংয়ের পথ খোলা রয়েছে। তাছাড়া ৪৯৯ টাকার বদলে আগ্রহীরা এই প্ল্যাটফর্ম থেকে ছবিটি ভাড়া নিতে পারেন। সর্বোপরি ৭৯৯ টাকা খরচ করে এখান থেকেই তারা সিনেমাটি কিনে নিতে পারবেন। অ্যাপল টিভি, গুগল প্লে মুভিজ অথবা ইউটিউব মুভিজ থেকে এই ছবিটি উপভোগ করতে হলেও দর্শকদের প্রায় সমপরিমাণ অর্থ খরচ করতে হবে।

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত ৪ঠা মার্চ ভারতে ডিসি (DC) পরিবারের নতুন ‘The Batman’ ছবিটি মুক্তি পায়। ম্যাট রিভসের পরিচালনায় এই ছবি সাম্প্রতিক অন্যান্য সুপারহিরো মুভির নিরিখে কিছুটা স্বাতন্ত্র্য অর্জন করেছে। ছবির সম্পাদনা করেছেন মাইকেল গিয়াচ্চিনো। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন গ্রেগ ফ্রেজার। ছবিতে ব্যাটম্যানের চরিত্রে প্রথমবার আবির্ভূত হয়েছেন রবার্ট প্যাটিনসন। তাছাড়া জো ক্রেভিটজ শেলিনা কাইল/ক্যাটউওম্যান, অ্যান্ডি সারকিস ব্যাটম্যানের খানসামা আলফ্রেড এবং জেফ্রে রাইট লেফটেনান্ট জেমস গর্ডনের ভূমিকা পালন করেছেন।

সর্বোপরি অভিনয়ের ব্যাপারে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন পল দানো এবং কলিন ফেরেল। এরা ছবিতে যথাক্রমে এডওয়ার্ড নাশটন/দ্য রিডলার (ব্যাটম্যানের প্রধান প্রতিপক্ষ) এবং অসওয়াল্ড কবলপট/দ্য পেঙ্গুইনের ভূমিকায় অভিনয় করেছেন।

পরিশেষে উল্লেখ্য, যারা BookMyShow Stream থেকে নতুন ‘দ্য ব্যাটম্যান’ ছবিটি ভাড়া বা ক্রয় করছেন, তারা স্মার্টফোন ছাড়াও Apple TV, Android TV এবং Fire TV মারফত তা উপভোগ করতে পারবেন।