সামনে এল সবচেয়ে বিপদজনক ৫০টি পাসওয়ার্ডের তালিকা, আপনি ব্যবহার করছেন না তো?

বর্তমান সময়ে ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ল্যাপটপ বা স্মার্টফোন ছাড়া দিনের কয়েকটা ঘন্টা কাটানো যেমন এখন অসম্ভব, তেমনই আমরা…

বর্তমান সময়ে ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। ল্যাপটপ বা স্মার্টফোন ছাড়া দিনের কয়েকটা ঘন্টা কাটানো যেমন এখন অসম্ভব, তেমনই আমরা ইন্টারনেটে নিজেদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করতে অভ্যস্ত হয়ে পড়ছি। যা সত্যি এই ডিজিটাল যুগে ভীষণ দরকারি। কিন্তু এর ফলও ভোগ করতে হচ্ছে মাঝেমাঝে। আসলে ইন্টারনেটে ইউজারদের তথ্য কতটা নিরাপদ থাকছে – তা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। সম্প্রতি ক্রমবর্ধমান সাইবার আক্রমণের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় সাইবার সিকিউরিটির কো-অর্ডিনেটর লে.জেনারেল (অবসরপ্রাপ্ত) রাজেশ পান্থ।

পান্থ দাবি করেছেন, শুধুমাত্র ভারতেই প্রতিদিন প্রায় ৪ লাখ ম্যালওয়্যার খুঁজে পাওয়া যায় ও প্রায় ৩৭৫ টিরও বেশি সাইবার আক্রমণ হয়। তাঁর মতে, আর্থিক লেন-দেন ও অর্থপ্রদান সংক্রান্ত তথ্যগুলির ওপর সাইবার হানার শিকার হওয়ার সম্ভাবনা সব সময় বেশি। তাই এই সমস্ত অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য আমাদের সব সময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।

কিন্তু সহজে মনে রাখার কারণেই হোক বা অলসতার কারণেই হোক – ইউজার যে ২০২১-এও নিজেদের পাসওয়ার্ড সম্পর্কে সচেতন নন, তা সম্প্রতি আরও একবার প্রমাণিত হয়েছে। পাসওয়ার্ড ম্যানেজার নর্ডপাস (NordPass) প্রতিবছরের মতই সম্প্রতি একটি অসুরক্ষিত পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছে। দেখা গেছে, এই তালিকায় স্থান পাওয়া সমস্ত পাসওয়ার্ডই ক্র‍্যাক করা যায় খুব সহজে এবং চোখের পলকে।

নর্ডপাসের তালিকা অনুযায়ী এই ধরণের পাসওয়ার্ডগুলি হল:

১. picture1
২. senha
৩. Million2
৪. aaron431
৫. evite
৬. jacket025
৭. omgpop
৮. qqww1122
৯. qwer123456
১০. unknown
১১. chatbooks
১২. 20100728
১৪. Bangbang123
১৫. jobandtalent
১৬. Default
১৭. 123654
১৮. ohmnamah123
১৯. zing
২০. 102030
২১. 147258369
২২. party
২৩. myspace1
২৪. asd123
২৫. a123456789
২৬. 1111
২৭. a801016
২৮. 12341234
২৯. 101010
৩০. princess1
৩১. 987654
৩২. love
৩৩. 25251325
৩৪. iloveu1
৩৫. 686584
৩৬. hunter
৩৭. password123
৩৮. 123456789a
৩৯. naruto
৪০. 888888
৪১. 1234qwer
৪২. 147258
৪৩. 999999
৪৪. 159357
৪৫. 88888888
৪৬. 789456123
৪৭. anhyeuem
৪৮. 1q2w3e
৪৯. 789456
৫০. 6655321

এই পাসওয়ার্ডগুলির মধ্যে কোনোটি যদি আপনি এখন ব্যবহার করে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব পাসওয়ার্ড বদলে নিজের ডেটা সুরক্ষিত করুন।